SSC দুর্নীতি: এবার ইডির স্ক্যানারে জীবনকৃষ্ণের আত্মীয়দের অ্যাকাউন্ট, হবে স্ক্রুটিনি
প্রতিদিন | ০১ সেপ্টেম্বর ২০২৫
অর্ণব আইচ: এসএসসি দুর্নীতির তদন্ত এগিয়ে নিয়ে যেতে এবার ধৃত বিধায়ক জীবনকৃষ্ণ সাহার আত্মীয়দের অ্যাকাউন্টে নজর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আর্থিক লেনদেনের পরিমাণ জানতে বিধায়কের তো বটেই, তাঁর স্ত্রী, বাবা ও অন্য পরিজনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ‘ফরেনসিক অ্যানালিসিস ও ফিনান্সিয়াল স্ক্রুটিনি’ করবে ইডি। তার মাধ্যমে কত পরিমাণ টাকা নিয়োগ হয়েছে দুর্নীতিতে, সেই তথ্যই জানার চেষ্টা করবেন ইডি আধিকারিকরা।
গত সপ্তাহে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছে ইডি। তিনি এখন জেল হেফাজতে রয়েছেন। ইডি সূত্র জানিয়েছে, চাকরিপ্রার্থীদের কাছ থেকে আগাম টাকা নিয়ে নেওয়ার কারণে নিয়োগ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও জীবনকৃষ্ণ সাহা কয়েকজনের চাকরি সুনিশ্চিত করেন। তিনি নাকি এসএসসির প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিংহকে ৭৫ জন চাকরিপ্রার্থীর নাম পাঠিয়েছিলেন। তাঁদের মধ্যে কয়েকজনের চাকরির ব্যবস্থা করা হয়েছিল। তার বদলে শান্তিপ্রসাদ সিংহ ও এসএসসি-র অন্য কয়েকজন কর্তার কাছে চাকরিপ্রার্থী পিছু প্রায় ৭ লক্ষ টাকা করে পৌঁছে গিয়েছিল।
এক মিডলম্যানের মাধ্যমেই ওই টাকা তাঁদের কাছে পৌঁছয় বলে অভিযোগ।
ইডির দাবি, নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ইডির তরফে এখনও পর্যন্ত ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জীবনকৃষ্ণ সাহার বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে ইডি। জীবনকৃষ্ণের ছাড়াও রয়েছে তাঁর স্ত্রী টগর সাহা, বাবা বিশ্বনাথ সাহা ও অন্য পরিজন, এমনকী, বাড়ির গাড়ির চালকেরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট। একটি গ্রামীণ ব্যাঙ্কেও একাধিক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে।
এর মধ্যে বেআইনি লেনদেন, তথা নিয়োগ দুর্নীতির টাকার অংশেরও লেনদেন হয়েছে বলে অভিযোগ। বৈধ ও অবৈধ টাকার লেনদেনের পার্থক্য করতে ইডি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির ‘ফরেনসিক অ্যানালিসিস ও ফিনান্সিয়াল স্ক্রুটিনি’ করতে চাইছে। এতে ফরেনসিক বিশেষজ্ঞরা অ্যাকাউন্টগুলির ফরেনসিক পরীক্ষা করবেন। তাতে অ্যাকাউন্টে কত পরিমাণ অবৈধ টাকার লেনদেন হয়েছে, সেই ব্যাপারে অনেকটাই স্পষ্ট হবে বলে জানিয়েছে ইডি।