• জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবিতে সরব জামায়াত-NCP
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • এই সময়, ঢাকা: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশে হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানাল জামায়াতে ইসলামি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

    দুই দলের দাবি, জাতীয় পার্টি হাসিনার ‘পোষা বিরোধী দল’-এর ভূমিকা পালন করে আসলে স্বৈরাচারীদের দোসর ছিল। আওয়ামি লিগের নিবন্ধন বাতিল হওয়ার পরে তাদের মাধ্যমে আওয়ামি লিগকে ভোটের ময়দানে আনার চক্রান্ত করছে নয়াদিল্লি। তাই তাদেরও রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে হবে।

    রাজশাহি থেকে চট্টগ্রাম— গোটা বাংলাদেশ অশান্ত ছিল রবিবার। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট, বরিশাল উত্তপ্ত। আইনশৃঙ্খলার গুরুতর অবনতি দেখা গিয়েছে সর্বত্র। দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে বিভিন্ন পক্ষ। রাজনৈতিক ভাষ্যকারেরা বলছেন, এ সবই ভোট পিছিয়ে দেওয়ার চক্রান্তের অঙ্গ। ধাপে ধাপে অশান্তি তীব্র করে তুলে দেশের পরিস্থিতি এতটা অরাজক করে তোলা হবে, যাতে নির্বাচনের কথা কেউ বলতেই পারবে না।

    এর মধ্যেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ় জামান রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের গুলশনের বাসভবনে গিয়ে আলোচনায় বসেন। ইউনূসের সঙ্গে দেখা করেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। এর ফলে ঢাকায় আলোচনায় এসেছে সেনাদের ক্ষমতা দখলের প্রসঙ্গ। অনেকেরই উদ্বেগ, এই অরাজকতার ফলে ফের কি আর একটা সেনাশাসনের পথে বাংলাদেশ?

    তার মধ্যেই রবিবার জামায়াত, এনসিপি এবং বিএনপির নেতাদের সঙ্গে নিজের বাসভবনে আলাদা আলাদা ভাবে বৈঠক করেছেন ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বৈঠকের পরে জানান, প্রধানত নির্বাচন নিয়েই দলগুলির সঙ্গে কথা বলেন ইউনূস।

    শফিকুল বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, ৫ অগস্ট দেশবাসীকে তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন সুষ্ঠু ভাবে করতেই হবে। সব বাধা দূর করে নির্ধারিত সময়ে নির্বাচন করা হবে।’

    শফিকুল জানান, সেপ্টেম্বরে হিন্দুদের দুর্গাপুজা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সবাইকে সেটাও নিশ্চিত করতে হবে। তবে জামায়াত এবং এনসিপি নেতারা বৈঠকের পরে বেরিয়ে এসে জানান, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে তাঁরা সরকারের কাছে দাবি জানিয়েছেন। সংস্কার প্রক্রিয়া দ্রুত শেষ করার কথাও বলেছেন। পিআর (আনুপাতিক প্রতিনিধিত্বের সংসদ) পদ্ধতিতে জাতীয় নির্বাচন করার জন্য আবার বলেছেন জামায়াত নেতারা। ইউনূসের প্রেস সচিবকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পিআর পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। ঐকমত্য কমিশন সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

    শনিবার রাত থেকে একের পর এক সংঘর্ষের ঘটনায় গোটা দেশে অন্তত ২০০ জন আহত হয়েছেন। মারা গিয়েছেন ২ জন। একটি ছাত্রাবাসের দারোয়ানের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর কথা কাটাকাটি নিয়ে শুরু হওয়া স্থানীয় বাসিন্দা বনাম পড়ুয়াদের সংঘর্ষ রবিবার সারা দিন চলে। এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি-সহ অন্তত ১৫০ জন জখম হয়েছেন। গুরুতর জখম হয়েছেন জনা ২০। গোটা এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে। দুই ছাত্রকে বহুতলের ছাদ থেকে ফেলে দেওয়ার ভিডিয়ো আতঙ্ক ছড়িয়েছে।

    নেত্রকোনায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২ জন। বাড়িঘর ভাঙচুর হয়েছে বেশ কয়েকটি। আহত অন্তত ১০ জন। নিহত এক দন স্থানীয় বিএনপি কর্মী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহের সময়ে কয়েকটি ছাত্র সংগঠন সংঘর্ষে জড়ায়। এ ঘটনাতেও অন্তত ১০ জন আহত হন। সারা দিন চলে উত্তেজনা। মনয়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সারা দিন অবরুদ্ধ করে আন্দোলন করছিলেন ছাত্ররা। রাতে বহিরাগতরা শিক্ষকদের উদ্ধার করতে এলে সংঘর্ষ বাধে। অন্তত ১২ জন তাতে আহত হন।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ দিন দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে বলেন, ‘নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা বিস্তার শুরু হয়েছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে।’ তবে ইউনূসের সঙ্গে আলোচনার পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছেন, নির্বাচন ঠিক সময়েই হবে।’

  • Link to this news (এই সময়)