স্ত্রীকে ‘কালো’ বলে নিত্য খোঁটা। এখানেই থেমে থাকেনি স্বামী। কেমিক্যাল মাখিয়ে স্ত্রীকে পুড়িয়ে খুন করেছিল। রাজস্থানের উদয়পুরের বল্লভনগরে ২০১৭ সালের ২৪ জুন ওই ঘটনাটি ঘটে। গত শনিবার উদয়পুরের মাভলির নিম্ন আদালত স্বামী কৃষ্ণলালকে খুনে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারক বলেন, ‘সভ্য সমাজে এই ধরনের অপরাধের কথা ভাবাও যায় না। দোষী শুধু নিজের স্ত্রী লক্ষ্মীর প্রতি অন্যায় করেনি, গোটা মানবতার প্রতি জঘন্য অপরাধ করেছে।’
জানা গিয়েছে, বিয়ের পর থেকেই স্ত্রী লক্ষ্মীকে গায়ের রঙের জন্য খোঁটা দিত স্বামী কৃষ্ণলাল। বার বার তাঁকে কালো বলে অপমান করত সে। ২০১৭ সালে ২৪ জুন মাঝরাতে কৃষ্ণলাল স্ত্রী লক্ষ্মীকে গোটা শরীরে একটি কেমিক্যাল মাখতে বলেছিল। স্ত্রীকে সে বলে, তার গায়ের রং এতে ফর্সা হয়ে যাবে। লক্ষ্মী তা মাখলে একটি ধূপকাঠি দিয়ে তাকে পুড়িয়ে মেরেছিল কৃষ্ণলাল। স্ত্রী যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সাহায্য চাইলে সেখানে থেকে পালিয়ে যায় কৃষ্ণলাল। এর পরে লক্ষ্মীর শ্বশুর এবং শাশুড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই কয়েকদিন পরে তাঁর মৃত্যু হয়।
উদয়পুরের বল্লভগর পুলিশ স্টেশনে কৃষ্ণলালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে লক্ষ্মীর বাপের বাড়ির লোকজন। কিছুদিন পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ বার সেই ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দিল কোর্ট।