• পুজোর মাসে ঝাড়গ্রামবাসীকে রেলের উপহার, আবারও স্টিল এক্সপ্রেস থামছে সরডিহায়
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • বহু প্রতীক্ষার অবসান। দক্ষিণ-পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, সরডিহা রেল স্টেশনে সোমবার, ১ সেপ্টেম্বর থেকে আবারও স্টপেজ পেল টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস। আগে ঝাড়গ্রামের সরডিহায় স্টিল এক্সপ্রেসের স্টপেজ ছিল। তবে, কোভিডের সময়ে সরডিহায় এই ট্রেনের স্টপেজ তুলে নেওয়া হয়। তা নিয়ে গত কয়েক বছরে আন্দোলন হয়েছে। দফায় দফায় রেল অবরোধ করেছেন সাধারণ মানুষ। অবশেষে মিলল আন্দোলনের ফল। সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই স্টিল এক্সপ্রেস আবারও থামছে সরডিহায়।

    এ দিন সরডিহা স্টেশনে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সোরেন, সরডিহা স্টেশনে স্টিল এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবিতে আন্দোলনকারী ওই এলাকার বাসিন্দা মহাশিস মাহাতো। মহাশিস জানান, বহু দিন ধরে তাঁরা এই দাবিতে সরব ছিলেন। এমনকী, একাধিকবার রেল অবরোধে সামিল হওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলাও হয়েছে।

    সরডিহা, লোধাশুলি, মানিকপাড়া, বালিভাষা, গোপীবল্লভপুর-সহ বিভিন্ন এলাকার মানুষ স্টিল এক্সপ্রেসে হাওড়া অথবা টাটানগর যাতায়াত করেন। করোনা পরিস্থিতিতে ট্রেনের স্টপেজ তুলে নেওয়ায় তাই সমস্যায় পড়তে হয়েছিল তাঁদের। গাড়ি ভাড়া করে খড়্গপুর অথবা ঝাড়গ্রামে গিয়ে অনেককে ট্রেন ধরতে হতো। স্টিল এক্সপ্রেসের স্টপেজ ফের চালু হওয়ায় রেলকে ধন্যবাদ জানান তিনি।

    ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সোরেনের দাবি, সংসদে একাধিকবার তিনি এই স্টপেজ সংক্রান্ত দাবি জানিয়েছিলেন। আজ স্টিল এক্সপ্রেসের স্টপেজ ফেরায় খুশি তিনিও। স্টিল এক্সপ্রেস দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ ট্রেন। টাটানগর এবং হাওড়া যাতায়াত করে ট্রেনটি।

    প্রতিদিন সকালে টাটানগর থেকে ট্রেনটি ছেড়ে হাওড়া পৌঁছয় এবং বিকেলে হাওড়া ছেড়ে রাতে টাটানগরে পৌঁছয়। টাটানগর, রাখা মাইনস, ঘাটশিলা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, সরডিহা, খড়্গপুর হয়ে হাওড়া পৌঁছয়। এই ট্রেনের উপরেই নির্ভর করে বহু মানুষ হাওড়া হয়ে কলকাতা এবং ঝাড়খণ্ডের জামশেদপুরে যাতায়াত করেন।

  • Link to this news (এই সময়)