• আড়ালে পবিত্র, ভিসি নিয়ে ধোঁয়াশা গৌড়বঙ্গে
    আনন্দবাজার | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • অপসারণের পর চার দিন কেটে গেলেও এখনও কার্যত অন্তরালে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ‘প্রাক্তন’ অন্তর্বর্তী উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়। বিষয়টি নিয়ে তাঁরা এখনও ধন্দে বলে বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের দাবি। তাঁদের দাবি, রাজ্যপাল তথা আচার্য উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ তাঁকেই সরাসরি ইমেলে পাঠিয়েছেন। নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অফিসে উপাচার্যের বদলি সংক্রান্ত কোনও ইমেল পাঠানো হয়নি। উপাচার্য না থাকলে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কী ভাবে হবে, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

    রাজভবনের সূত্রে কিন্তু জানা যাচ্ছে, রাজ্যপালের সচিবালয় থেকে ডেপুটি সেক্রেটারির চিঠিটি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও একই সঙ্গে ফরোয়ার্ড করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়। গত ২৬ অগস্ট ওই নির্দেশ পাঠানো হয়। তবে গৌড়বঙ্গের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, “আমার কাছে কোনও চিঠি পৌঁছয়নি।” অন্তর্বর্তী উপাচার্য হিসেবে গৌড়বঙ্গে দায়িত্ব নেওয়ার আগে পবিত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক ছিলেন। তিনি বর্ধমানের বাসিন্দা। নিয়ম অনুযায়ী, তাঁকে পুরনো কর্মস্থলে ফিরতে হবে। সাধারণত এই প্রক্রিয়া সারতে হয় অবিলম্বে। কিন্তু চার দিন কাটলেও এ নিয়ে সংশ্লিষ্টরা অন্ধকারে।

    অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে ফোন, এসএমএস-এও যোগাযোগ করা যায়নি। তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, পবিত্রের চোখের অস্ত্রোপচার হয়েছে। তাই কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তবে তিনি তাঁর কাছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথির ফাইল পাঠাতে নিষেধ করেছেন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, এখনকার পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় পরিচালনা নিয়ে জানতে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরকে চিঠি দেওয়া হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)