• বুম্বাদার মতো মানুষ পা ছুঁতে চেয়েছেন! এই স্বীকৃতি পুরস্কারের থেকে কম কী: চঞ্চল চৌধুরী
    আনন্দবাজার | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • “কাজ ছাড়া কলকাতায় আসা হয় না। এ বারেও নানা বিষয় একসঙ্গে সারব বলেই এলাম।” শনিবারের পুরস্কার-সন্ধ্যায় আনন্দবাজার ডট কম-এর মুখোমুখি দুই বাংলার খ্যাতনামী অভিনেতা চঞ্চল চৌধুরী। সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’-এ অভিনয়ের অনেক দিন পরে এ পার বাংলায়। প্রসঙ্গ তুলতেই এ কথা শোনা গেল তাঁর মুখে।

    কেমন আছেন? জানতে চাইতেই আন্তরিক হেসে জানালেন, ভাল আছেন। কালো রঙের পাঞ্জাবিতে কমলা-ঘেঁষা হলুদ মুগা সুতোর কাজ। সঙ্গে সাদা চোস্ত। এই সাজে তিনি মঞ্চে। ‘হাওয়া’ ছবিতে তাঁর গাওয়া ‘সাদা সাদা কালা কালা’ গান এখানেও পিছু ছাড়েনি। কিছু দিন আগেই তাঁকে নিয়ে বলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দুই তারকা গৌতম ঘোষের ‘মনের মানুষ’ ছবিতে অভিনয় করেছিলেন। বিশেষ সম্মানে সম্মানিত অভিনেতাকে সে কথা মনে করে দিতেই চওড়া হাসলেন। প্রসেনজিৎ ভিডিয়োবার্তায় কথাপ্রসঙ্গে জানিয়েছেন, তিনি চঞ্চলের অভিনয়ের গুণমুগ্ধ ভক্ত। বয়সে ছোট হলে পা ছুঁয়ে প্রণাম করতেন!

    প্রসেনজিতের এই বক্তব্য কি প্রাপ্য পুরস্কারের সমান? জানতে চাইতেই অভিনেতা বললেন, “আমি তো কোনও অংশে কম বলে মনে করি না। ওঁর মতো ব্যক্তিত্ব আমার পা ছুঁতে চেয়েছেন। সেই বক্তব্য সকলে শুনেছেন। একজন অভিনেতার কাছে এর থেকে বড় স্বীকৃতি আর কী হতে পারে!”

    চঞ্চল কথা বলেছেন মন্ত্রী-অভিনেতা ব্রাত্য বসুর আগামী ছবি নিয়েও। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দু’টি গল্প নিয়ে ব্রাত্য ‘শেকড়’ ছবিটি বানাচ্ছেন, যেখানে অভিনেতাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখবেন দর্শক। “এর বেশি আমিও জানি না। তা ছাড়া, আগেভাগে সব বলে দিলে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবেন। ব্রাত্যদার সঙ্গে দেখা করে চিত্রনাট্য শুনব। নিজের অভিনীত চরিত্র বুঝে নেব। সেই জন্যও কলকাতায় আসা।” অভিনেতার মতে পরিচালকের মুখ থেকে অভিনীত চরিত্র শুনে নিলে নিজেকে সেই ছাঁচে ফেলতে সুবিধা হয়।
  • Link to this news (আনন্দবাজার)