উত্তরাখণ্ডে ধস, পাহাড়ের গা বেয়ে চলন্ত গাড়ির উপরে পড়ল বোল্ডার! কেদারনাথ যাওয়ার পথে মৃত দুই
আনন্দবাজার | ০১ সেপ্টেম্বর ২০২৫
টানা ভারী বৃষ্টির কারণে ধস নামছে উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায়। এ বার কেদারনাথ জাতীয় সড়কে ধস নেমে পাথরের চাঙড় পড়ল গাড়ির উপরে। ঘটনাস্থলেই প্রাণ হারালেন ওই গাড়ির দুই সওয়ারি তীর্থযাত্রী। আহত আরও ছয় জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
উত্তরাখণ্ডের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৭টা নাগাদ সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডের মাঝে মুণ্ডকটিয়ায় এই ঘটনা হয়েছে। ধসের কারণে পাহাড়ের গা বেয়ে বোল্ডার, পাথরখণ্ড নামতে থাকে। সে সময় ওই পাহাড় সংলগ্ন জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল গাড়িটি। তার উপরে পড়ে বোল্ডার। রুদ্রপ্রয়াগের জেলা বিপর্যয় মোকাবিলা বিভাগের অফিসার নন্দন সিংহ রাজওয়ার জানিয়েছেন, দুর্ঘটনায় দু’জন প্রাণ হারিয়েছেন। তাঁদের নাম রিতা (৩০) এবং চন্দ্র সিংহ (৬৮)। তাঁরা উত্তরকাশীর বারকোটের বাসিন্দা। কেদারনাথে যাচ্ছিলেন। আহতেরাও উত্তরকাশীর বাসিন্দা। তাঁরা হলেন মোহিত চৌহান, নবীন সিংহ রাওয়াত, প্রতিভা, মমতা, রাজেশ্বরী, পঙ্কজ।
গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডে। তার জেরে জেলার বিভিন্ন অংশে প্রাণহানি লেগেই রয়েছে। বৃষ্টির জেরে হওয়া দুর্ঘটনায় রবিবার টিহরী এবং পিথোরাগড়ে এক জন করে প্রাণ হারিয়েছেন। ২৯ অগস্ট উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় বৃষ্টিজনিত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছ’জন। ১১ জনের খোঁজ মেলেনি। ধস নেমে ভেঙে গিয়েছে বহু বাড়ি। ২৩ অগস্ট চমোলী জেলার থরালীতে ধস নেমে প্রাণ হারিয়েছেন এক মহিলা। তার আগে ৫ অগস্ট ক্ষীরগঙ্গা নদীতে হড়পা বান আসে। ধরালীর প্রায় অর্ধেক অংশ কাদামাটির স্তূপে চাপা পড়ে যায়। গঙ্গোত্রী যাওয়ার পথে বহু তীর্থযাত্রী এই ধরালীতে বিশ্রাম করেন।