ভূমিকম্পে ভয়ংকর বিপর্যয় আফগানিস্তানে! মৃত ৬০০-র বেশি, আহত হাজার
প্রতিদিন | ০১ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। ৬.৩ মাত্রার ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা প্রায় ৬০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের পরে একাধিক আফটারশকে কেঁপে ওঠে দিল্লি, পাকিস্তান-সহ অন্যান্য বেশ কিছু দেশ।
জানা গিয়েছে, এই ভূমিকম্পের রেশ তাজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান এবং ভারত পর্যন্ত অনুভূত হয়েছে। মাটি থেকে মাত্র আট কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎস। ভূপৃষ্ঠের এত কাছে উৎস হওয়ায় এর প্রভাব ধ্বংসাত্মক হয়েছে আফগানিস্তানে। পাশাপাশি এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ, কিছুদিন আগে কুনার প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সেই এলাকা প্লাবিত হয়ে যায়। বন্যায় বহু পরিকাঠামো এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিভিন্ন জায়গায় ধস নামার ফলে উদ্ধারকারী দলের সেই এলাকায় পৌঁছাতে অসুবিধা হয়। তারপরেই রবিবারের কম্পনে বিপর্যস্ত বিশাল এলাকা।
আফগানিস্তানের সরকারি সূত্রে জানা গিয়েছে, ২৫০ জনের মৃত্যু হয়েছে এবং ৫০০ জন আহত হয়েছেন। কিন্তু আফগানিস্তানের সরকারি রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) জানিয়েছে যে ভূমিকম্পে ৬০০ জন নিহত হয়েছেন এবং ১,০০০ জন আহত হয়েছেন। জানা গিয়েছে, জালালাবাদের ২৭ কিলমিটার দূরে অবস্থিত এই অঞ্চলটি প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল। সেই কারনেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফগানিস্তানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় হাসপাতালগুলিকে সহায়তা করার জন্য আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক ৩০ জন ডাক্তার এবং ৮০০ কেজি (১,৭৬৪ পাউন্ড) ওষুধ কুনার প্রদেশে পাঠিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের প্রধান তালিবান নেতা মোল্লা নূরউদ্দিন তুরাব উদ্ধারকাজের তদারকি করতে কুনারে পৌঁছেছেন।
রবিবার রাতে ১১টা ৪৭ নাগাদ ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে। জালালাবাদের উত্তরপূর্বে, ২৭ কিলোমিটার দূরে নানগড়হার প্রদেশে কম্পন শুরু হয়। ভূমিকম্পের তীব্রতায় বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বেশিরভাগ মানুষ। প্রসঙ্গত, ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছে, হিন্দুকুশ অঞ্চলে অবস্থানের কারণে আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। ২০২৩ সালের অক্টোবরেও ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে পশ্চিম আফগানিস্তানে। সেই ঘটনায় প্রায় ২০০০ জনের মৃত্যু হয়।