• ‘সব দাগিকে বাদ দেওয়া হয়েছে’, সুপ্রিম কোর্টে দাবি SSC-র
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • ‘দাগি’-দের তালিকা প্রকাশ করা নিয়ে কড়া অবস্থান নিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার রাতে ‘টেন্টেড’ বা ‘দাগি’–দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। তাতে নাম রয়েছে ১ হাজার ৮০৬ জনের। সোমবার এই তালিকা প্রকাশের বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে জানায় কমিশন।

    পাশাপাশি ‘দাগি’-দের অ্যাডমিট কার্ডও বাতিল করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কারণ সর্বোচ্চ আদালত আগেই জানিয়েছিল, ‘দাগি’-দের কেউ যাতে নতুন প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন, তা নিশ্চিত করতে হবে। ফলে যাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, তাঁদের জন্য কড়া অবস্থান নিয়েছে কমিশন। এ দিন এসএসসি-র কাছে বিচারপতিরা জানতে চান, ‘সব দাগি’-দের বাদ দেওয়া হয়েছে তো? জবাবে এসএসসি-র আইনজীবী বলেন, ‘হ্যাঁ, বাদ দেওয়া হয়েছে।’

    এসএসসি-র এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। ‘টেন্টেড-দের একাংশের দাবি ছিল, এই তালিকা কোন ভিত্তিতে তৈরি হচ্ছে, তা তাঁদের জানা নেই। আইনি লড়াইয়ের কথাও বলেছিলেন তাঁরা। সোমবার নতুন করে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন এসএসসি-র ‘দাগি’ তালিকার প্রার্থীদের একাংশ। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চেয়ে মামলায় আবেদনও জানানো হয়েছে। এরই মধ্যে সর্বোচ্চ আদালতে এসএসসি জানাল, যাঁরা টেন্টেড, তাঁদের সবার নাম বাদ গিয়েছে। উল্লেখ্য, এসএসসি মামলায় একই বিষয় নিয়ে একাধিক পিটিশন জমা পড়ায় বিরক্তি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি। তাঁদের মন্তব্য, ‘একই বিষয়ে কেন এত মামলা? প্রতিদিন একই বিষয়ে এখানে মামলা আসছে। আমরা সমস্ত বিষয় বিবেচনা করেছি।’

  • Link to this news (এই সময়)