• আজও হলো না ডিএ মামলার শুনানি, আবার পিছিয়ে গেল এক সপ্তাহ
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। সোমবার ডিএ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, বিস্তারিত শুনানির সময় না থাকার কারণে তা পিছিয়ে গিয়েছে। আগামী সোমবার এই শুনানি হবে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে।

    বহু দিন ধরে ডিএ মামলার শুনানি চলছে আদালতে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা SAT, কলকাতা হাই কোর্ট ঘুরে এই মামলা এখন সুপ্রিম কোর্টে। কেন্দ্র সরকার যে হারে ডিএ দেয়, সেই হারেই ডিএ চেয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের একাধিক সংগঠন মামলা করে। হাই কোর্ট সরকারি কর্মীদের পক্ষে রায় দিলে, তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।

    ২০২২ সালে ডিএ মামলার প্রথম শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। এর পর থেকে একাধিক বার শুনানি পিছিয়েছে। গত অগস্ট মাসেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, প্রয়োজনে রোজ শুনানি হবে এই মামলার। অগস্টে পর পর তিন দিন শুনানিও হয়।

    কিন্তু বিভিন্ন কারণে ফের দফায় দফায় শুনানি পিছিয়ে যাচ্ছে। ১২ অগস্ট মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, এক আইনজীবী উপস্থিত না থাকার কারণে তা হয়নি। ২৬ অগস্টও আবার পিছিয়ে যায়। ১ সেপ্টেম্বরও শুনানি হলো না।

    তবে সুপ্রিম কোর্ট গত ১৬ মে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। ছ’সপ্তাহের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। ২৭ জুন সেই সময়ের মেয়াদ শেষ হয়। যদিও সেই ডিএ এখনও সরকার মেটায়নি। জানিয়েছে, এত তাড়াতাড়ি তা দেওয়া সম্ভব নয়। এর পরে কী সুপ্রিম নির্দেশ আসে, তারই অপেক্ষায় সরকারি কর্মীরা।

  • Link to this news (এই সময়)