সুড়ঙ্গপথে আটকে ১৯ কর্মী, সন্ধ্যার মধ্যে উদ্ধার সম্ভব...
আজকাল | ০১ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় রবিবার ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডের (এনএইচপিসি) অন্তর্গত ধৌলিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পের ভেতরে আটকা পড়েছেন অন্তত ১৯ জন শ্রমিক। ঘটনাস্থল ধারচুলা উপ-জেলার এলাগড় এলাকায় অবস্থিত পাওয়ার হাউস, যেখানে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি ধস নামায় প্রকল্পের স্বাভাবিক ও জরুরি সুড়ঙ্গপথ দু’টি একসঙ্গে বন্ধ হয়ে যায়।
এই পরিপ্রেক্ষিতে প্রশাসনের বক্তব্য এসেছে। ধারচুলার উপ-জেলা ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র বর্মা সাংবাদিকদের জানান, আটকে পড়া শ্রমিকদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং তারা সবাই নিরাপদে রয়েছেন। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, সুড়ঙ্গপথ খুলে দেওয়ার কাজ দ্রুত গতিতে চলছে এবং রবিবার সন্ধ্যার মধ্যেই শ্রমিকরা বাইরে আসতে পারবেন বলে আশা করা হচ্ছে।
উদ্ধার অভিযান চলছে, জানিয়েছে প্রশাসন। প্রবল বৃষ্টির কারণে ক্রমাগত পাথর ও মাটি গড়িয়ে পড়ায় কাজ ব্যাহত হলেও সীমান্ত সড়ক সংস্থার (বর্ডার রোডস অর্গানাইজেশন) জেসিবি মেশিন ব্যবহার করে উদ্ধারকাজ চলছে। প্রশাসনের একাধিক দল ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। ধসে পড়া পাথর সরিয়ে সুড়ঙ্গগুলো দ্রুত পরিষ্কার করার চেষ্টা চলছে।
এই ঘটনায় যদিও বিদ্যুৎ উৎপাদনে কোনও প্রভাব পরেনি। অভিযোগ বা আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছেন উপ-জেলা ম্যাজিস্ট্রেট। তিনি জানান, ধৌলিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিকভাবে চলছে এবং গ্রিডে বিদ্যুৎ সরবরাহেও কোনো প্রভাব পড়েনি। স্থানীয় পরিস্থিতি উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডে লাগাতার ভারী বৃষ্টিপাত চলছে। তার জেরেই পাহাড়ি অঞ্চলে ধস নেমে একাধিক স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন প্রয়োজনীয় সতর্কতা জারি করেছে।
প্রবল বর্ষণে সৃষ্ট ধসের ফলে আটকে পড়েছেন ধৌলিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পের ১৯ কর্মী। তারা নিরাপদে রয়েছেন এবং সন্ধ্যার মধ্যেই সুড়ঙ্গ পরিষ্কার হলে সকলকে উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রশাসন। বিদ্যুৎ উৎপাদনেও কোনো ব্যাঘাত ঘটেনি।