• ঘরের মেয়েকে ইউনিফর্মে দেখে গর্বে চোখ ভিজল, আবেগে ভাসল পুরো পরিবার, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসা কুড়লেন ...
    আজকাল | ০১ সেপ্টেম্বর ২০২৫
  •  

    আজকাল ওয়েবডেস্ক: এক হৃদয়বিদারক ভিডিও। ইন্ডিগোর এক পাইলট তাঁর পরিবারের সদস্যদের বিমানে স্বাগত জানাচ্ছে৷ এই স্বাগত জানানোর একটি আবেগঘন ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, পাইলট এক যুবতী। তাঁর নাম তনিষ্কা মুদগাল। তিনি বিমানে তাঁর বাবা-মা ও দাদু-দিদাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। তাঁরা মেয়েকে ইউনিফর্মে দেখে গর্বে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। একইসঙ্গে তনিষ্কা, তাঁর জীবনের এই সাফল্যের পেছনে পরিবারের ত্যাগ ও ভালোবাসাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

    ইনস্টাগ্রামে পোস্ট করা এই ভিডিওটি ইতিমধ্যে ৮.৮ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পরিবারের সদস্যরা বিমানে উঠে তনিষ্কাকে দেখে আবেগে অভিভূত হয়ে পড়েন। আবার তনিষ্কার চোখও ছলছল। আবেগে পরিবারের সদস্যদের আলিঙ্গন করেন। তিনি সামাজিক মাধ্যমে ক্যাপশনে লেখেন, 'মনে হলো জীবন যেন একটি পূর্ণবৃত্ত হয়ে গেল। তাঁদের প্রতিটি ত্যাগ, প্রতিটি প্রার্থনা, প্রতিটি উৎসাহব্যঞ্জক শব্দ- সব মিলেই আজকের এই মুহূর্ত তৈরী হয়েছে। তাঁদের চোখে গর্ব স্পষ্ট ছিল, একইসঙ্গে আমার চোখেও জল। আমি ভীষণ কৃতজ্ঞ।'

    পরে তনিষ্কা আরও কিছু ছবি শেয়ার করেন। সেখানে দেখা গিয়েছে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে এয়ারক্রাফটের সামনে ও বিমানবন্দরে ছবি তুলছেন। তিনি লেখেন, 'আজকের দিনটা আমি কখনও ভুলবো না। আমার মা-বাবা আর দাদু-দিদা আমার বিমানে উঠেছিলেন- আমার হৃদয় সেই মুহূর্তে আবেগে ভরে উঠেছিল। হঠাৎ করেই মনে পড়ছিল ছোটবেলার কথা। গরমের ছুটিতে দাদু দিদার বাড়ি যাওয়ার উত্তেজনা, হাটের দিনে আনন্দ, আমার প্রিয় কাজু কাতলি আর 'গোল গাপ্পে' নিয়ে আসার সেই মুহূর্তগুলো। ওঁরা আমাকে খুশি রাখার জন্য সব করতো- এই স্মৃতিগুলো আজও আমার নিরাপদ আশ্রয়।'

    এই আবেগঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখে অনেকেই প্রশংসা করেছেন। ঘটনার জেরে একজন সহকর্মী পাইলট মন্তব্য করে বলেন, 'ওদের মুখের গর্ব আর খুশি দেখো, আমার মনে পড়ে গেল যেদিন প্রথম বাবা-মাকে উড়িয়ে নিয়ে গিয়েছিলাম। মাটিতে পা রাখো, মেয়ে, আর শিকড় ধরে রাখো—এটাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে।'

    এর পাশাপাশি ভিডিওটি নির্মাতা গুল খান-এর দৃষ্টিও আকর্ষণ করে। তিনি লেখেন, ' এই ভিডিও দেখা থেকে নিজেকে বিরত রাখতে পারছি না! খুবই হৃদয়স্পর্শী।' অন্য একজন মন্তব্য করে বলেন, 'এটা একটা অসাধারণ মুহূর্ত, যখন মা-বাবা তাঁদের সন্তানের সাফল্য নিজের চোখে দেখে অনুভব করেন।'

    এই ঘটনা সামাজিক মাধ্যমে শুধুমাত্র ভাইরালই হয়নি, বরং অনেকের হৃদয় স্পর্শ করেছে, যারা পরিবার, ভালোবাসা এবং ত্যাগের গুরুত্বকে নতুন করে উপলব্ধি করেছেন।
  • Link to this news (আজকাল)