আজকাল ওয়েবডেস্ক: ‘ঘরের দায়িত্ব সব শখ শেষ করে দিয়েছে’- এ কথাটি আমাদের অনেকের জীবনের বাস্তব চিত্র। অনেকেই পরিবারের দায়িত্ব পালনের জন্য আর্থিক স্থিতিশীলতা খুঁজে নিতে গিয়ে নিজের শখ বা ভালোবাসাকে পিছনে ফেলে দেন। কিন্তু সোশ্যাল মিডিয়া এখন এমন এক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে মানুষ তাঁদের প্রতিভা তুলে ধরতে পারছেন। এমনকী দৈনন্দিন জীবনের দায়িত্ব পালনের পাশাপাশি।
আজকাল অনেক শিক্ষক, পুলিশকর্মী কিংবা বিভিন্ন পেশার মানুষ সোশ্যাল মিডিয়ায় তাঁদের নাচ কিংবা গান করার প্রতিভা দেখিয়ে ভাইরাল হয়ে যাচ্ছেন। সম্প্রতি, বেঙ্গালুরুর এক প্রফেসরের নাচের ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে।এই ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, বেঙ্গালুরুর গ্লোবাল অ্যাকাডেমি অব টেকনোলজি (GAT)-র এক পরিচিত শিক্ষক বিখ্যাত ‘মুকাবলা’ গানে প্রকাশ্যে অসাধারণ নাচ করছেন। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পরই ব্যাপকভাবে প্রশংসা পেতে শুরু করে। শিক্ষকের মসৃণ ও নিখুঁত নাচের ছন্দে ছাত্রছাত্রীরা উৎসাহে চিৎকার করে ওঠে।
তবে এখানে শুধু তাঁর অসাধারণ নাচই নয়, যেটি দর্শকদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হল তাঁর আত্মনিয়ন্ত্রণ ও মঞ্চ উপস্থাপনার দক্ষতা। পারফরম্যান্স চলাকালীন হঠাৎ করে তাঁর এক পা থেকে জুতো খুলে যায়, কিন্তু তিনি একটুও বিচলিত না হয়ে অন্য পায়ের জুতোটিও স্টাইল করে খুলে পারফরম্যান্স চালিয়ে যান- যেন কিছুই ঘটেনি!
ভিডিওটি ভাইরাল হতে না হতেই নানা প্রতিক্রিয়া আসতে থাকে। ঘটনার জেরে অনেকেই তাঁর প্রতিভার প্রশংসা করে মন্তব্য করেছেন যে তিনি ভুল পেশা বেছে নিয়েছেন। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, 'ভাই ভুল পেশা বেছে নিয়েছে।' আরেকজন মন্তব্য করে বলেছেন, 'পেশায় প্রফেসর, মনে প্রাণে একজন ডান্সার।'
আরও এক মন্তব্যে বলা হয়েছে, 'ওফফফ যেভাবে আরেকটা জুতো খুলেছে! দারুণ স্টাইল।' একজন মন্তব্য করে বলেছেন, 'নৃত্যের জন্য জন্ম নিয়েছেন, কিন্তু পরিবারের জন্য শিক্ষক হয়েছেন।' কেউ আবার লিখেছেন, 'জুতো খুলে গেছে, আত্মবিশ্বাস না।' আরেকজন লিখেছেন, 'আত্মবিশ্বাসের চূড়ান্ত মাত্রা।'আরও এক মন্তব্যে দেখা গিয়েছে, 'এই কলেজে শিক্ষকরাই ছাত্রদের থেকে বেশি প্রতিভাবান।' কেউ লিখেছেন, 'প্রফেশন প্রফেসর, প্যাশন ডান্সার।'
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই শিক্ষক প্রায়ই ইনস্টাগ্রামে তাঁর নাচের ভিডিও শেয়ার করেন। অন্য এক ভিডিওতে তাঁকে ‘নাটু নাটু’, মাইকেল জ্যাকসনের ‘ডেঞ্জারাস’ এবং হৃতিক রোশন-এর ‘ম্যায় অ্যায়সা কিউ হুঁ’ গানে নাচ করতে দেখা গিয়েছে। তাঁর প্রতিটি পারফরম্যান্সই দর্শকদের মুগ্ধ করে তুলেছে।
সম্প্রতি এই ঘটনা কেবল একটি ভাইরাল ভিডিও নয়, বরং একটি বার্তা হিসেবে পৌঁছেছে , যে নিজের শখ বা স্বপ্ন কখনওই পুরোপুরি হারিয়ে যায় না। সুযোগ পেলে, প্রতিভা ঠিকই নিজের জায়গা করে নেয়।