মিল্টন সেন, হুগলি, ১ সেপ্টেম্বর: বছরভর সাধারণের জন্য ঠায় দাঁড়িয়ে তাঁরা। বিপদে, আপদে, পথে ঘাটে, পরিত্রাণ। আজ তাঁদের দিন। ১ সেপ্টেম্বর, পুলিশ দিবস। রাজ্যের নানা জায়গায় এদিন পালিত হল পুলিশ দিবস, আড়ম্বরের সঙ্গে।
হুগলি জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হল পুলিশ দিবস। চন্দননগর কমিশনারেট এবং হুগলি গ্রামীণ পুলিশ এর উদ্যোগে সাড়ম্বরে পুলিশ দিবস পালন করা হয়। সোমবার জেলা সদরে চুঁচুড়া থানা এবং ট্রাফিক বিভাগের তরফে বর্ণাঢ্য এই শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার সামনেই ছিল পুলিশের বাইক। প্ল্যাকার্ড হাতে শোভাযাত্রায় অংশ গ্রহণ করে একাধিক স্কুলের ছাত্র ছাত্রীরা। তাদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড। কোন স্কুল থেকে পড়ুয়ারা এসেছে, সেইসব স্কুলের নাম লেখা ছিল পোস্টারে। সঙ্গে লেখা ছিল, পুলিশের নানা সতর্কতাবাণী।
চুঁচুড়া ঘড়ির মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষ হয় আবার খাদিনা মোড়ে এসে। শোভাযাত্রার সূচনা করেন এডিসিপি ট্রাফিক দেবাশীষ সরকার। উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক১ মহম্মদ আবিদ হোসেন, চুঁচুড়ার আইসি রামেশ্বর ওঝা, টিআই চুঁচুড়া মান্দাতা সাউ, আর আই অরিজিৎ পান্ডা সহ পদস্থ পুলিশ আধিকারিকরা। এদিন চন্দননগর পুলিশের কর্মী সহ হোমগার্ড, ট্রাফিক পুলিশ, সিভিক ভলান্টিয়ার এবং স্কুলের ছাত্র ছাত্রীরাও অংশগ্রহণ করে এই শোভাযাত্রায়। একইসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত চণ্ডীতলা থানার উদ্যোগে পুলিশ দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। এদিন সমগ্র হুগলি জেলার প্রত্যেক থানার উদ্যোগে পুলিশ দিবস পালন করা হয়।