• ২০২৬ ও ২০২৭ সালে কবে শুরু দুর্গাপুজো, শেষই বা কবে জেনে নিন দ্রুত...
    আজকাল | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ এসে গেল দুর্গাপুজো। মহালয়া ২১ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী। আর ২ অক্টোবর দশমী। এটা তো সবাই জানি। কিন্তু এটা জানেন ২০২৬ বা ২০২৭ সালে পুজো কবে শুরু হচ্ছে?‌ না জানলে জেনে নিন।

    ২০২৬ সালে মহালয়া পড়েছে ১০ অক্টোবর শনিবার। আর ষষ্ঠী ১৭ অক্টোবর শনিবার। সপ্তমী ১৮ অক্টোবর। অষ্টমী ২০ অক্টোবর। নবমী ২১ অক্টোবর। আর দশমী ২২ অক্টোবর। লক্ষ্মীপুজো ২৫ অক্টোবর শনিবার। আর কালীপুজো ৮ নভেম্বর রবিবার।

    শুধু তাই নয়, জেনে নিন ২০২৭ সালে কী হতে চলেছে। ২০২৭ সালে মহালয়া ২৯ সেপ্টেম্বর বুধবার। ষষ্ঠী ৫ অক্টোবর মঙ্গলবার। সপ্তমী ৬ অক্টোবর বুধবার। অষ্টমী ৭ অক্টোবর বৃহস্পতিবার। নবমী ৮ অক্টোবর শুক্রবার। দশমী ৯ অক্টোবর শনিবার। লক্ষ্মীপুজো ১৪ অক্টোবর বৃহস্পতিবার। আর কালীপুজো ২৮ অক্টোবর বৃহস্পতিবার। 

    এই হল আগামী দু’‌বছরের পুজোর নির্ঘণ্ট। এবার সেই বুঝে করে নিন পরিকল্পনা। 

    এদিকে, পুজোয় বৃষ্টি হবে কিনা তা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। তারই প্রভাবে কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের সাত জেলায় আজ, অর্থাৎ সোমবার থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শুধু বৃষ্টিই নয়! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কিন্তু, বৃষ্টি হলেও গরম কমবে না। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।  

    উত্তরবঙ্গে আজ, সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামিকাল, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবার কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

    কলকাতায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বেলা যত বাড়বে অস্বস্তি বাড়বে। মূলত আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামিকাল, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে মহানগরে। সোমবার দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

    কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

    যেহেতু, ২ তারিখে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেহেতু মৎস্যজীবীদের ক্ষেত্রে থাকছে বাড়তি সতর্কতা। ২ তারিখ থেকে ৪ তারিখ সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

     
  • Link to this news (আজকাল)