নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গালভরা দাড়ি, আলুথালু চুল। কিছুদিন আগে এভাবেই ডুয়ার্সের লিস নদীর ধারে ধরা দিয়েছিলেন কার্তিক আরিয়ান। পাহাড়ের কোল ঘেঁষে রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়ে আসা রাস্তা ধরে ‘পাগলপ্রেমী’ লুকে বাইক চালিয়ে আসতে দেখা গিয়েছিল বলিউড অভিনেতাকে। আরিয়ানের বাইকের পিছনে ছিলেন তাঁর ‘মনের মানুষ’ জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। অনুরাগ বসু পরিচালিত নতুন সিনেমার শ্যুটিংয়ের ওই দৃশ্যপট ভাইরাল হতে সময় লাগেনি। আর এরই সুবাদে এখন ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের কাছে তো বটেই, উইকএন্ডে উত্তরবঙ্গের বাসিন্দাদেরও অন্যতম পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে ওদলাবাড়ি থেকে বেশকিছুটা দূরে থাকা লিস নদীর পাড়। জায়গাটি বেশ দুর্গম।পাহাড়ে বৃষ্টি হলে যে কোনও মুহূর্তে জল বেড়ে যেতে পারে লিস নদীতে। ধেয়ে আসতে পারে হড়পা বান। পাশ দিয়েই বয়ে চলেছে আরও একটি পাহাড়ি নদী, যার নাম রামথি। দেখতে সরু হলেও ভালোই স্রোত। কিন্তু এসব তোয়াক্কা না করেই নদী পেরিয়ে পর্যটকরা পৌঁছে যাচ্ছেন সেই জঙ্গলপথে। কেউ কেউ আবার চলে আসছেন বাইক ছুটিয়ে। লক্ষ একটাই, আরিয়ান আর শ্রীলীলার মতো নদীর পাড়ে বাইক ছোটানো। আর তা দিয়েই তৈরি হচ্ছে রিলস। হচ্ছে ভিডিও। আর তা আপলোড হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ক’দিন আগেও যে জায়গা ছিল অখ্যাত, অনুরাগের ছোঁয়ায় সেটিই এখন যুগলদের কাছে হট ডেস্টিনেশন। আর হবে নাই বা কেন, একদিকে কালিম্পং পাহাড় থেকে নেমে আসা লিস নদীর কুলুকুলু শব্দ। সেই স্রোতে মুগ্ধ হতে হয়। অন্যদিকে, মন ভালো করে দেওয়া পাহাড়। রোদে সেই পাহাড়ের কখনও ঝলমলে রূপ, কখনও আবার হঠাৎ নেমে আসা বৃষ্টির ছোঁয়া, সবমিলিয়ে লিস নদী এখন রোমান্টিক আড্ডার এক নতুন ঠিকানা। এরইসঙ্গে বাড়তি পাওনা গহীন জঙ্গল। সেই জঙ্গলের গাছেদের পা ধুইয়ে দিচ্ছে কাচের মতো স্বচ্ছ পাহাড়ি নদীর জল। যে জলে খেলা করছে বনছায়া। এককথায় প্রকৃতি যেন এখানে নিজের সবটুকু উজাড় করে দিয়েছে। পরতে পরতে রোমাঞ্চ। ডুয়ার্সে বেড়াতে এসে এমন জায়গা হাতছাড়া করতে নারাজ পর্যটকরা।এদিকে পর্যটকদের ভিড় বাড়তেই কপালে চিন্তার ভাঁজ বনকর্মীদের। কারণ, চেল রেঞ্জের রিজার্ভ ফরেস্টে রয়েছে হাতি, চিতাবাঘ। ফলে ছবি তোলা কিংবা রিলসের নেশায় কেউ জঙ্গলে ঢুকে পড়লেই যে কোনও মুহূর্তে ঘটতে পারে বিপদ। যে কারণে শুরু হয়েছে পাহারা। কিন্তু ঠেকানো যাচ্ছে না উচ্ছ্বাসে ফুটতে থাকা পর্যটকদের। ডুয়ার্সের চালসা, টিয়াবন, আইভিল চা বাগানেও শ্যুটিং সেরেছেন অনুরাগ। শুধু মনের মানুষকে নিয়ে বাইকে নদী, পাহাড়, জঙ্গলে ঘুরে বেড়ানো নয়, অ্যাকশন করতেও দেখা গিয়েছে কার্তিককে । আর তাঁর সঙ্গেই দেখা গিয়েছে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলাকে।