সুপারি বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু, চাঞ্চল্য
বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: সুপারি বাগানের বৈদ্যুতিক ফেন্সিংয়ে তড়িদাহত হয়ে কালচিনির বিজয়পুর গ্রামে একটি পূর্ণবয়স্ক মাকনা (যে হাতির দাঁত ওঠে না) হাতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজয়পুর গ্রামটি বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের অধীনে পড়ছে। এই ঘটনায় বনদপ্তর সুপারি বাগানের মালিককে আটক করেছে। যদিও সে অসুস্থ বলে জানা গিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলেই ওই বৃদ্ধকে গ্রেপ্তার করবে বনদপ্তর।প্রাথমিক তদন্তে বনদপ্তর জানতে পেরেছে হাতির উপদ্রব থেকে সুপারি গাছগুলিকে বাঁচাতে জমির চারপাশে বৈদ্যুতিক তার দিয়ে বেড়া দিয়েছিল ওই বৃদ্ধ। গতকাল, রবিবার রাতে হাতিটি বাগানে ঢুকে কয়েকটি সুপারি গাছও ভেঙেছিল। তারপর বাগান থেকে বের হওয়ার সময় হাতিটি বৈদ্যুতিক তারের সঙ্গে সংস্পর্শে আসে। যার ফলে তড়িদাহত হয় হাতিটি। এমনটাই অভিযোগ। ওই বৃদ্ধের বিরুদ্ধে ১৯৭২ সালের বন্যপ্রাণী আইনে মামলা করবে বনদপ্তর। দুই বছর আগেও বিজয়পুরে একইভাবে একটি হাতির মৃত্যু হয়েছিল।