চা বাগানের শ্রমিক মহল্লায় জনপ্রিয় রাজ্য সরকারের সুফল বাংলার ‘দুয়ারে সবজি’র কর্মসূচি
বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: চা বাগানের শ্রমিক মহল্লায় জনপ্রিয় হয়ে উঠেছে রাজ্য সরকারের সুফল বাংলার ‘দুয়ারে সবজি’র কর্মসূচি। দুর্গম চা বাগানের বাসিন্দাদের নিত্যদিন আনাজ কিনতে গেলে ১৫-১৬ কিমি দূরে বাজারে যেতে হয়। এই সমস্যার কথা ভেবেই সুফল বাংলা পরিচালিত মাদারিহাট, কুমারগ্রাম, বীরপাড়া ও কালচিনিতে ৬টি মহিলা কো-অপারেটিভ সোসাইটি চা বাগানে বাগানে এই সবজি বিক্রি করছে। কাকভোরে জেলার কৃষিমাণ্ডিগুলি থেকে সুলভ মূল্যে আনাজ কিনে কো-অপারেটিভ সোসাইটির গাড়ি পৌঁছে যাচ্ছে চা বাগানের শ্রমিক মহল্লাগুলিতে। তার জন্য সোসাইটিগুলিকে গাড়িও দেওয়া হয়েছে।চলতি বছর মে মাসে শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে সোসাইটিগুলির মহিলাদের হাতে গাড়ির চাবি তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ির জ্বালানি, চালক, আনাজ লোডিং-আনলোডিংয়ের জন্য তিন জন শ্রমিককে সোসাইটির তরফে টাকা দেওয়া হয়। বাড়িতে সবজি পৌঁছে যাওয়ায় বাগানের বাসিন্দা ও শ্রমিকদের মুখে এখন চওড়া হাসি। খুশি সোসাইটির মহিলারাও। রাজ্য সরকারের অভিনব ভাবনায় কো-অপারেটিভ সোসাইটির মহিলারা আত্মনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন। এক একটি সোসাইটিতে গড়ে ৬০-৬৫ জন করে মহিলা রয়েছেন। এক একটি সোসাইটি রোজ ১৫-১৬ টি বাগানে সবজি পৌঁছে দেয়।