• অবশেষে ঈশিতা মল্লিক খুনকাণ্ডে যোগী রাজ্য থেকে গ্রেপ্তার দেশরাজ
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদীয়ার কৃষ্ণনগরের ছাত্রী ঈশিতা মল্লিক খুনকাণ্ডে বিরাট সাফল্য পেল রাজ্য পুলিস। মূল অভিযুক্ত দেশরাজ সিংকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা গিয়েছে। উত্তরপ্রদেশ ও নেপাল সীমান্তের মহরাজগঞ্জ জেলার নৌতানওয়া শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে দেশরাজকে। তার বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিংকেও রাজস্থানের জয়সলমিরে গৃহবন্দি করে রাখা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আনা হবে কৃষ্ণনগরে। এমনটাই জানা গিয়েছে পুলিস সূত্রে। ট্রানজিট রিমান্ডে আজ, সোমবার সকালেই দেশরাজকে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে।ইতিমধ্যেই দেশরাজকে লুকিয়ে থাকতে ও ভুয়ো নথি তৈরি করে তাকে পালাতে সাহায্য করার অভিযোগে দেশরাজের মামা কুলদীপকে গ্রেপ্তার করেছে পুলিস। তারপরেই দেশরাজের সন্ধান মেলে ও তাকেও গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত ২৫ আগস্ট কৃষ্ণনগরের পালপাড়ায় মল্লিক বাড়িতে ঢুকে ঈশিতাকে নৃশংসভাবে খুন করেছিল দেশরাজ। তারপর থেকেই নিজের পরিবার, গ্যাংস্টার দুই জামাইবাবু এবং যোগীরাজ্যের প্রভাবশালী একটা অংশের প্রত্যক্ষ মদতে পুলিসের সঙ্গে লুকোচুরি খেলে বেড়াচ্ছিল দেশরাজ। কিন্তু বেশিদিন পালিয়ে নিস্তার পেল না সে। 
  • Link to this news (বর্তমান)