• শ্বশুরবাড়ির কাছেই এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বুদবুদে
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, দুর্গাপুর: এক মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের বুদবুদের মারো গ্রামে। মৃতার নাম জ্যোৎস্না বাগদি(৩৬)। মৃতার শ্বশুরবাড়ি সূত্রে জানা গিয়েছে, গতকাল, রবিবার বাপের বাড়ি থেকে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন শ্বশুরবাড়ির সদস্যরা। তার কিছুক্ষণ পরেই খবর পাওয়া যায় গ্রামে ঢোকার মুখে একটি নির্জন জায়গায় পড়ে রয়েছে জ্যোৎস্নার মৃতদেহ।শ্বশুরবাড়ির লোকেরা দ্রুত বুদবুদ থানার পুলিসের সঙ্গে যোগাযোগ করেন। পুলিস পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে জ্যোৎস্নার স্বামী বছর চারেক আগে মারা গিয়েছে। তাঁর দুই সন্তানও রয়েছে। জ্যোৎস্নাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিসের। কিন্তু কে বা কারা এই কাজ করল? সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিস। এই ঘটনায় অবৈধ প্রেমের বিষয়টি উঠে আসছে। পুলিস তদন্তে নেমে ইতিমধ্যেই  দুই ব্যক্তিকে আটক করেছে। 
  • Link to this news (বর্তমান)