স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত তালিকাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’রা
বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে ‘অযোগ্য’ চাকরিপ্রাপকদের নাম। এ বার সেই ‘অযোগ্যরা’ই কমিশনের তালিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ ‘অযোগ্য’রা। আজ, সোমবার এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আগামী কাল, মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা। গত ২৯ আগস্ট সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নির্ধারিত দিনেই পরীক্ষা নিতে হবে এসএসসি-কে। এক জন ‘অযোগ্য’ও যেন সেই পরীক্ষায় না-বসেন, তা নিশ্চিত করতে হবে।সাত দিনের মধ্যে ‘অযোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই গত শনিবার কমিশন তালিকা প্রকাশ করে। তাতে ১৮০৪ জন ‘অযোগ্য’ চাকরিপ্রাপকদের নাম ছিল। পরে রবিবার আরও দু’জনের নাম সেই তালিকায় জুড়ে দেওয়া হয়। ফলে এসএসসি-র তালিকায় বর্তমানে ‘অযোগ্য’ ১৮০৬ জন। তাদেরই একাংশ আজ, সোমবার আদালতে গিয়েছেন। অপরদিকে এসএসসি-র দেওয়া তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বেশ কয়েকজন ‘অযোগ্য’ চাকরিপ্রাপকরা।