• মাছের বাজারে রক্তাক্ত মৃতদেহ! চাঞ্চল্য হরিদেবপুরে, তদন্তে পুলিস
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাস কলকাতায় সাত সকালেই রক্তাক্ত মৃতদেহ দেখে চমকে যান সকলে। ঘটনাস্থল হরিদেবপুরের কবরডাঙা মাছের বাজার। সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক যুবককে। যার মাথার পিছনের দিকে রয়েছে একাধিক ক্ষতচিহ্ন। খবর দেওয়া হয় পুলিসে। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিস। যদিও ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি।প্রাথমিক অনুমান, যুবকটি ওই মাছের বাজারের আড়তে কাজ করতো। তার সঙ্গে আরও অনেকেই কাজ করতো। গতকাল, রবিবার রাতে সকলে একসঙ্গে বসে মদ পান করছিল। সেই মদের আসরেই কোনও বিষয়কে কেন্দ্র করে গণ্ডগোল বাঁধে। তারপরেই বাকিরা ওই যুবককে মারধর করে। তার মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে। যার ফলে মৃত্যু হয় তার। কিন্তু কারা এই কাজের সঙ্গে যুক্ত। সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিস।  
  • Link to this news (বর্তমান)