নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিসকর্মী ও তাঁর পরিবারবর্গকে উৎসাহিত করার জন্য কলকাতা পুলিস ওয়েলফেয়ার কমিটির উদ্যেগে চালু হলো কলকাতা পুলিস ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড। আজ, সোমবার পুলিস দিবসেই তার সূচনা হতে চলেছে। যে সমস্ত পুলিসকর্মী সামাজিক ক্ষেত্র, খেলাধূলা ও পেশাগত জীবনে অসামান্য কৃতিত্বের সাক্ষর রেখেছেন, নজরুল মঞ্চ থেকে তাঁদের হাতে প্রথম বছরের এই অ্যাওয়ার্ড তুলে দেবেন নগরপাল মনোজ ভার্মা। কলকাতা ও রাজ্য পুলিস ওয়েলফেয়ার কমিটির কনভেনার রুহুল আমিন আলি শা জানিয়েছেন, পুলিস পরিবারের যে সমস্ত ছেলেমেয়েরা বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করেছেন, তাঁদেরও পুরস্কার দেওয়া হবে। মোট ৩০ জন পুলিসকর্মী এই অ্যাওয়ার্ড পাবেন। ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাস জানিয়েছেন, জনসংযোগ বৃদ্ধিতে ১৮টি জায়গায় এদিন পুলিসের ক্যাম্প করা হচ্ছে। সেখানে সাধারণ মানুষকে ব্যাজ পরিয়ে দেবেন পুলিসকর্মীরা।