• চিন প্রেমে মাতোয়ারা! মার্কিন শুল্ককে আমল না দিয়ে সেনসেক্সের দৌড় অব্যাহত
    প্রতিদিন | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০ শতাংশ মার্কিন শুল্কের কোপে সামান্য রক্তক্ষরণের পর, ক্ষত সারিয়ে চাঙ্গা হয়ে উঠল দেশের শেয়ার বাজার। ২৭ আগস্ট বাড়তি শুল্ক কার্যকর হওয়ার পর তিনদিন ছুটি কাটিয়েছে বাজার। এরপর সোমবার দালাল স্ট্রিট খুলতেই বাজারে দেখা গেল গ্রিন সিগন্যাল। ট্রাম্পের রক্তচক্ষুকে উপেক্ষা করে ৪০০ পয়েন্টের কাছাকাছি উঠল সেনসেক্স। মার্কিন শুল্ককে আমল না দিয়ে বাজারের এই বৃদ্ধির নেপথ্যে ভারত-চিন বন্ধুত্বের সমীকরণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

    সোমবারের বাজার রিপোর্ট অনুযায়ী, সকাল ৯.৩৫ নাগাদ বিএসই সেনসেক্স ৩৬৮.৪৮ পয়েন্ট বেড়ে পৌঁছে যায় ৮০,১৭৮.১৩ তে। একইভাবে ১১২.৬৫ পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছয় ২৪,৫৩৯.৫০ পয়েন্ট। বিএসই-র মিডক্যাপ ইনডেক্স এবং স্মল ক্যাপ ইনডেক্সও অনেকখানি বেড়েছে। ব্যাপক উত্থান দেখা গিয়েছে, ইনফোসিস ১.৯০%, বাজাজ ফাইন্যান্স ১.৬৫%, টেক মাহিন্দ্রা ১.৬৩%, আদানি পোর্টস ১.৪৭% এবং পাওয়ার গ্রিড ১.৩২%-এর মতো শেয়ারগুলিতে। মার্কিন শুল্ককে উপেক্ষা করে শেয়ার বাজারের এই উত্থানের নেপথ্যে বিশেষজ্ঞদের দাবি, ভারত-চিন ও রাশিয়ার নয়া সমীকরণ বিরাট প্রভাব ফেলতে শুরু করেছে বাজারে। সম্প্রতি চিনে এসসিও বৈঠকে মোদি-পুতিন ও জিনপিংয়ের এক ফ্রেমের ছবি নতুন অঙ্ক কষতে শুরু করেছে বিশ্ব বাণিজ্যে। অন্যদিকে, মার্কিন আদালত ট্রাম্পের শুল্ককে অবৈধ বলে রায় দিয়েছে। যা ভারত-মার্কিন বাণিজ্যে নতুন দিশা দেখিয়েছে।

    আন্তর্জাতিক ক্ষেত্রের পাশাপাশি দেশের অভ্যন্তরেও ডিজিপির গ্রিন সিগন্যাল দালাল স্ট্রিটের উত্থানের পথকে আরও সহজ করেছে। ভারতের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বেড়েছে ৭.৮ শতাংশ। যা প্রত্যাশার চেয়ে অনেক ভালো। পাশাপাশি স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কাঠামোতে একটি বড় ধরনের সংস্কারের ঘোষণা করেছেন। রিপোর্ট বলছে, কেন্দ্র বর্তমান ১২% এবং ২৮% জিএসটি স্ল্যাব বাতিল করার কথা বিবেচনা করছে। বেশিরভাগ পণ্যকে ৫% এবং ১৮% বিভাগে পুনর্বিন্যাস করা হচ্ছে। বিলাসবহুল পণ্যগুলিকে ৪০ শতাংশ জিএসটির আওতায় ঢোকানো হতে পারে। যাত্রীবাহী গাড়ি ও দুই চাকার পণ্যে জিএসটি কমাতে পারে কেন্দ্র। যা দেশের অর্থনীতিতে বড় সংশোধন বলে মনে করা হচ্ছে। এর সুফল পড়েছে দেশের বাজারে।
  • Link to this news (প্রতিদিন)