• সিঁদুরেও শিক্ষা হয়নি! কাশ্মীরে ফের অনুপ্রবেশের চেষ্টা জঙ্গিদের, রুখল সেনা
    প্রতিদিন | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরেও শিক্ষা হয়নি পাকিস্তানের। সোমবার ফের জম্মু ও কাশ্মীরে ফের অনুপ্রবেশের চেষ্টা করল একদল জঙ্গি। যদিও সেই ষড়যন্ত্র বানচাল করে দিল ভারতীয় জওয়ানরা। ভয়াবহ বৃষ্টির কারণে জম্মু-কাশ্মীরের বহু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে সম্প্রতি জম্মু গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে শাহী উপস্থিতির মধ্যেই ঘটে গেল এই ঘটনা।

    সেনার তরফে জানানো হয়েছে, সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বালাকোটের ডাব্বি গ্রামের কাছে একদল জঙ্গিকে অনুপ্রবেশ করতে দেখেন জওয়ানরা। সঙ্গে সঙ্গেই গুলি ছুড়ে সেই চেষ্টা ব্যর্থ করা হয়। এক সেনাকর্তা জানিয়েছেন, সেনার আক্রমণের মুখে পড়ে জঙ্গিরা পালানোর চেষ্টা করে, কিন্তু দ্রুতই অতিরিক্ত বাহিনী পৌঁছে যায় এবং গোটা এলাকাটি ঘিরে তল্লাশি চালানো হয়। সোমবার অনেক বেলা পর্যন্তও এলাকায় গুলির শব্দ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে সেনার তরফে এক্স হ্যান্ডেলে পোস্টও করা হয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, যাতে কোনওভাবেই জঙ্গি অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে তার জন্য় বাহিনী সজাগ আছে।

    রবিবারও পুঞ্চের মান্ডি সেক্টর এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয় ২ সশস্ত্র জঙ্গিকে। তাদের কাছ থেকে একে-৪৭ রাইফেল, গ্রেনেড-সহ অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে। আরও একাধিক জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে অনুমান নিরাপত্তাবাহিনীর। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। গত সপ্তাহেই কয়েকদিন আগেই ৩ পাক জঙ্গি বিহার সীমান্ত হয়ে নেপাল থেকে ভারতে ঢুকেছে বলেই জানিয়েছিল ভারতীয় গোয়েন্দা। যা নিয়ে রীতিমতো রেড অ্যালার্টও জারি করা হয়েছে। পাশাপাশি সীমান্ত বরাবর বালাকোট, লাঙ্গোট, গুরসাই নাল্লা ও মান্ধের সেক্টরের বিভিন্ন এলাকায় পাক ড্রোন উড়তে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, ভারতীয় সেনার গতিবিধি নজরদারি করার জন্যই এই ড্রোনগুলি পাঠিয়েছিল পাক সেনা। জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কাও করেছিলেন সেনাকর্তারা। গোটা এলাকা নিরাপত্তায় মুড়ে তল্লাশি চালানো হয়।

    স্বাধীনতা দিবসের আগে কাশ্মীরের উরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করে একদল জঙ্গি। যদিও জওয়ানদের তৎপরতা জঙ্গিদের সেই চেষ্টায় জল ঢেলে দেয়। দুইপক্ষের গোলাগুলিতে এক সেনা শহিদ হন। পাক সেনার বর্ডার অ্যাকশন ফোর্সের গোলাগুলির সুযোগেই ওই জঙ্গিরা অনুপ্রবেশ করছিল বলে জানা গিয়েছিল। পাশাপাশি রবিবারও গুজরাটের কচ্ছ অঞ্চলে যৌথ অভিযান চালায় বিএসএফ ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ১৫ জন পাকিস্তানি মৎসজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে একটি ইঞ্জিন চালিত নৌকাও। প্রচুর পরিমাণে রসদ ও জ্বালানিরও সন্ধান মিলেছে ওই নৌকা থেকে। যে কারণে সেনাকর্তারা মনে করছেন অনেকদিন ধরেই নৌকাটি ভারতীয় জলসীমায় ঘোরাঘুরি করছিল।
  • Link to this news (প্রতিদিন)