রোদ ঝলমলে আবহাওয়ার মাঝেও নিম্নচাপের চোখরাঙানি, ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস
প্রতিদিন | ০১ সেপ্টেম্বর ২০২৫
নিরুফা খাতুন: শরতের রোদ সবে উঁকিঝুঁকি দিতে শুরু করেছিল। কিন্তু ফের তা ফিকে হয়ে মুখভার করতে চলেছে আকাশ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নিম্নচাপ সক্রিয় হতে পারে। যার জেরে মঙ্গলবার থেকে দিন তিনেক দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। এই তিনদিন সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বাংলা ও ওড়িশা উপকূলে নিম্নচাপের আশঙ্কা। উত্তর ওড়িশা উপকূলে ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। এটি দক্ষিণে ঝুঁকে রয়েছে। ২ সেপ্টেম্বর এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যার প্রভাবে দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সাত জেলায়। পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদহ, দুই দিনাজপুর জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েক জেলাতে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির পরিমান কমবে। উপরের পাঁচ জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি। শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তবে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে।
কলকাতায় মূলত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেন্টিগ্রেড। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯৪ শতাংশ।