• সন্তানদের ছেড়ে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে নারাজ! দুর্গাপুরে ভয়ংকর পরিণতি মহিলার
    প্রতিদিন | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • সুদীপ বন্দ্য়োপাধ্যায়, দুর্গাপুর: গভীর রাতে রাস্তার পাশে উদ্ধার বিধবা মহিলার রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দুর্গাপুরের বুদবুদে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আটক করা হয়েছে এক যুবককে। গোটা ঘটনার নেপথ্যে উঠে আসছে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের তত্ত্ব।

    জানা গিয়েছে, মৃতার নাম জোৎস্না বাগদি। তাঁর বয়স ৩৬ বছর। বুদবুদ থানার মারো গ্রামের বাসিন্দা ওই মহিলা। বছর চারেক আগে মৃত্যু হয়েছে তাঁর স্বামীর। সন্তানদের নিয়ে মারো গ্রামেই থাকতেন তিনি। সূত্রের খবর, বছর তিনেক আগে গ্রামের বাসিন্দা হারু বাগদির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন জোৎস্না। একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেন। সন্তানদের ছেড়ে সংসার শুরুর কথা বলছিলেন হারু। কিন্তু তাতে রাজি ছিলেন না জোৎস্না। এতেই রাগ জমা হয়েছিল যুবকের মনে। শোনা যাচ্ছে, রবিবার যুগল মানকরের হোটেলে গিয়েছিলেন। তারপরই বেপাত্তা হয়ে যায়। গভীর রাতে রাস্তার ধার থেকে মেলে মহিলার দেহ।

    এরপরই জানা যায়, রবিবার রাতে জোৎস্নাকে বাপের বাড়ি পৌঁছনোর জন্যে দু’জনে টোটোতে ওঠে। পরিকল্পনামাফিক বাড়ির কাছে পৌঁছতেই টোটো থেকে নেমে হারু ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ দেয় জোৎস্নার গলায়। ইতিমধ্যেই হারুকে আটক করেছে পুলিশ। তদন্তকারী সূত্রে খবর, ধৃতকে জেরা করতেই প্রকাশ্যে এসেছে গোটা ঘটনা। আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল বলেন, ” খুনের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাঁকে জেরা করা হচ্ছে।”
  • Link to this news (প্রতিদিন)