ফারুক আলম, বিধাননগর: বিধাননগর থানাগুলির তৎপরতায় উদ্ধার হওয়া ১ হাজার ১৬টি মোবাইল ফোন গ্রাহকদের পুনরায় ফেরাবে পুলিশ। আজ, সোমবার পুলিশ দিবস। সেই উপলক্ষে এই মহতী উদ্যোগ নিয়েছে বিধাননগর কমিশনারেট পুলিশ। কমিশনারেট পুলিশ সূত্রে খবর, পথ চলতে গিয়ে দামি মোবাইল ছিনতাই কিংবা হারিয়ে যাওয়া-সহ নানা ভূরিভূরি অভিযোগ কমিশনারেট পুলিশের খাতায় জমা করেছিল ভুক্তভোগী গ্রাহকরা। সেই অভিযোগের দ্রুত তদন্ত শুরু হয়।
পুলিশের দাবি, অল্প সময়ের মধ্যে হারিয়ে যাওয়া ফোনগুলি উদ্ধার করতে সক্ষম হয় বিধাননগরের থানা, গোয়েন্দা, স্পেশাল অপারেশন গ্রুপ বা এসওজি বাহিনী। পুলিশ জানিয়েছে, মাসকয়েকের মধ্যেই হারিয়ে যাওয়া বিপুল সংখ্যক মোবাইল ফোন উদ্ধার করেছে তদন্তকারীরা।
সেই তালিকায় প্রথম স্থানে রয়েছে কমিশনারেটের অধীনস্থ বাগুইআটি থানার পুলিশ। এই থানা এলাকায় উদ্ধার হওয়া মোবাইল ফোনের সংখ্যা ১৬৬ টি। এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ইকোপার্ক থানা। এই থানার নিউটাউন এলাকা থেকে ১২৪ টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইকোপার্ক থানার পুলিশ। আর এসওজি বাহিনী ১৫৯ টি।
বিধাননগর পুলিশের গোয়েন্দা প্রধান সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানিয়েছেন, বিধাননগর উত্তর, দক্ষিণ, পূর্ব, লেকটাউন, এয়ারপোর্ট-সহ ১৩ টি থানা, সাইবার শাখার যৌথ তল্লাশিতে মোট ১ হাজার ১৬ টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। আজ, সোমবার উদ্ধার হওয়া বিপুল সংখ্যক মোবাইল ফোনগুলি থানাভিত্তিক ভাবে ভুক্তভোগী গ্রাহকদের হাতে তুলে দেবে পুলিশ। অন্যদিকে এদিন বিধাননগর দক্ষিণ থানায় চাইল্ড ফ্রেন্ডলি কর্নারেরও উদ্বোধন করবেন বিধাননগরের কমিশনার মুকেশ। ডগ স্কোয়াডের জন্য আলাদা ঘর, পুলিশকর্মীদের জন্য অত্যাধুনিক মানের একটি ক্যান্টিনেরও পথ চলা শুরু হবে।