• ‘জনগণকে বোকা বানাতে পারলে সেই নেতা বেশি সফল’, মন্তব্য মন্ত্রী গড়করির
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • কখনও দেশে আমলাদের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য বা কখনও দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া — বারবার সংবাদের শিরোনামে এসেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি। সোমবার নাগপুরের একটি অনুষ্ঠান থেকে এ বার মন্ত্রী দাবি করলেন, জনগণকে বেশি বোকা বানাতে পারলে সেই নেতা সফল হন।

    নিজের বক্তব্যের সমর্থনে গড়করি বলেন, ‘কথা বলা সহজ, কাজ করা কঠিন।…শেষ পর্যন্ত, যে নেতা মানুষকে বোকা বানাতে পারেন, তিনি প্রায়শই সফল হন।’ তবে কোনও কাজে শর্টকাট পদ্ধতি না নিতে সতর্ক করেন গড়করি।

    মন্ত্রীর বক্তব্য, ‘যদি আপনি নিয়ম ভেঙে রাস্তা পার হতে চান, তা হলে হয়তো রেড সিগন্যাল থাকবে এবং আপনি তাও পার হবেন, কিন্তু শর্টকাটের একটি অর্থ হল এটি আপনাকেই ছোট করে দেবে। এই কারণেই আমরা সততা, বিশ্বাসযোগ্যতা, নিষ্ঠা এবং সত্যের মূল্য দিই। দীর্ঘস্থায়ী সাফল্যই একমাত্র সত্য হয়।’

    চলতি বছরের জুন মাসে দেশের সড়ক ব্যবস্থা নিয়ে অদ্ভুত দাবি শোনা যায় তাঁর মুখে। নিতিন বলেন, ‘আপনারা ট্রেলার দেখেছেন, সিনেমা এখনও দেখেননি। পাইপলাইনে যে প্রকল্পগুলি আছে, সেগুলির দ্রুত কাজ হচ্ছে। আর দুই বছরের মধ্যে দেখা যাবে, দেশের সড়ক পরিকাঠামো আমেরিকার মতো।’ যোগাযোগ ব্যবস্থা ভালো হলে দেশের বাণিজ্যেও সমৃদ্ধি ঘটবে বলে দাবি করেন তিনি।

    উল্লেখ্য, ২০২২ সালে দেশের আমলাদের নিয়েও বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল নিতিন গড়করিকে। তিনি বলেন, ‘আমলাদের কাজ দেশ চালানো নয়, সেটা মন্ত্রীরা করবেন। তাঁদের কাজ হলো শুধু জো হুজুর বলা। মন্ত্রীরা যা বলছে, সেই নির্দেশ বিনা বাক্যব্যয়ে পালন করতে হবে।’

  • Link to this news (এই সময়)