রেলের পুজোর উপহার! আরও দুই জোড়া এসি লোকাল চলবে শিয়ালদহ ডিভিশনে, অতিরিক্ত লোকালও চালানোর ঘোষণা
আনন্দবাজার | ০১ সেপ্টেম্বর ২০২৫
দিন কয়েক আগেই শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে এসি লোকাল চালানো শুরু করে পূর্ব রেল। পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম এই ট্রেন চালু হয়। এ বার শিয়ালদহ ডিভিশনে আরও দুই শাখায় এসি লোকাল চালানোর কথা ঘোষণা করল রেল। কোন রুটে, কখন চলবে এসি লোকালগুলি— তা-ও জানানো হয়েছে।
বর্তমানে শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে আপ-ডাউন মিলিয়ে এক জোড়া এসি লোকাল ট্রেন চলে। দিনের ব্যস্ত সময়েই ওই শাখায় এসি লোকাল চলছে। সকালে রানাঘাট থেকে শিয়ালদহ আসে, আবার সন্ধ্যায় শিয়ালদহ থেকে ফেরে রানাঘাটে। তবে দুর্গোপুজোর আগেই শিয়ালদহ ডিভিশনে আরও দুই শাখায় এক জোড়া করে এসি লোকাল চালানোর পরিকল্পনা করেছে পূর্ব রেল।
রেলের তরফে জানানো হয়েছে, রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ শাখায় এক জোড়া এসি লোকাল চালানো হবে। আর অন্য দিকে, শিয়ালদহ এবং কৃষ্ণনগরের মধ্যেও এক জোড়া এসি লোকাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেল। শুধু তা-ই নয়, শিয়ালদহ ডিভিশনে আরও কয়েক লোকাল ট্রেন চালানোর কথা জানানো হয়েছে।
নতুন এসি লোকালের সময়সূচিও জানিয়েছে রেল। জানানো হয়েছে, রানাঘাট থেকে নতুন এসি লোকাল ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১১ মিনিটে। সেই ট্রেন বনগাঁ পৌঁছোবে সকাল ৭টা ৫২ মিনিটে। তার পর বনগাঁ থেকে সেই ট্রেন ছেড়ে শিয়ালদহ পৌঁছোবে সকাল ৯টা ৩৭ মিনিটে। আবার শিয়ালদহ থেকে সেই এসি লোকাল ছাড়বে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে। বনগাঁ পৌঁছোবে রাত ৮টা ০৪ মিনিটে। তার পর গন্তব্য রানাঘাটে পৌঁছোবে রাত ৮টা ৪১ মিনিটে।
অন্য দিকে, শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় এক জোড়া এসি লোকাল চলবে। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ থেকে আপ কৃষ্ণনগর এসি লোকাল ছাড়বে সকাল ৯টা ৪৮ মিনিটে। সেই ট্রেন কৃষ্ণনগর পৌঁছোবে বেলা ১২টা ০৭ মিনিটে। আবার কৃষ্ণনগর থেকে এসি লোকালটি দুপুর দেড়টা নাগাদ ছেড়ে শিয়ালদহ পৌঁছোবে দুপুর ৩টে ৪০ মিনিটে।
এ ছাড়াও, দুপুর এবং সন্ধ্যায় শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছে রেল। বিধাননগর-কল্যাণী, কল্যাণী-শিয়ালদহ লাইনে একটি করে অতিরিক্ত লোকাল চালানো হবে। পাশাপাশি বারাসত-হাসনাবাদ শাখায় আরও এক জোড়া অতিরিক্ত লোকালের ঘোষণা করল রেল।