• প্রযোজক হাসান, পরিচালক অনীকের প্রশ্নবাণে নিজের অবস্থান স্পষ্ট করলেন আবীর চট্টোপাধ্যায়
    আনন্দবাজার | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • আবীর চট্টোপাধ্যায়ের জোড়া ছবি ঘিরে বিতর্ক। পুজোয় মুক্তি পাচ্ছে তাঁর দু’টি ছবি— ‘রক্তবীজ ২’ এবং ‘যত কাণ্ড কলকাতাতেই’। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ ২’ ২০২৩-এর ছবি ‘রক্তবীজ’-এর সিকুয়েল। অন্য দিকে, অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’ কবে মুক্তি পাবে, এই নিয়ে জল্পনা ছিল দীর্ঘ দিন ধরে।

    শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থা উইন্ডোজ়-এর তরফ থেকে নাকি আবীরের চুক্তি ছিল, ২০২৫ সালের দুর্গাপুজোয় যেন আর কোনও ছবি মুক্তি না পায় অভিনেতার। তাই পুজোর সময়ে ফিরদৌসল হাসান প্রযোজিত ও অনীকের পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর মুক্তি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আবীর বলেছেন, “এই বছর যে ‘রক্তবীজ ২’ মুক্তি পাচ্ছে, তা সকলের জানা। তাই ওই একই সময়ে কী ভাবে আরও একটি ছবি মুক্তির সিদ্ধান্ত অন্য ছবির প্রযোজকেরা ভাবলেন তা সত্যিই জানা নেই। প্রযোজকের সঙ্গে অভ্যন্তরীণ বৈঠকেও প্রসঙ্গটা এসেছিল।”

    আবীর জানান, একজন অভিনেতা সিদ্ধান্ত নিতে পারেন না, ছবি কখন মুক্তি পাবে। তিনি বলেন, “প্রযোজকের সিদ্ধান্ত নিয়ে অভিনেতা হিসেবে আমার কিছু বলার থাকতে পারে না। তবে তিনি সবটা জেনেশুনেই সিদ্ধান্ত নিয়েছেন। ছবির ডাবিং-এর সময়েও বলেছিলাম, ২০২৫-এর পুজোয় ‘রক্তবীজ২’ মুক্তি পাচ্ছে। একই সময়ে এই ছবি মুক্তি পেলে সমস্যা তৈরি হতে পারে।”

    বিতর্ক নিয়ে আবীরের প্রশ্ন, “চুক্তি তো রয়েছে বটেই। কিন্তু চুক্তি বাদ দিলেও, একজন অভিনেতা কি কখনও চাইবে পুজোয় দর্শক ভাগ হয়ে যাক?” ছবির প্রচারে সাধারণত কমই যান আবীর। এ ক্ষেত্রে দু’টি ছবির প্রচার একসঙ্গে করবেন কী ভাবে? আবীরের উত্তর, “আমি মনে করি ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিটা নিজগুণেই সফল হওয়ার মতো। আলাদা করে পুজোয় মুক্তি না দিলেও হত। আমি এ-ও বলে দিয়েছিলাম, ‘প্রচারে থাকতে পারব না’। হাসানদা বলেছিলেন, ‘দেখছি’।”

    আবীর জানান, খবর ছড়িয়েছে, তাঁর অনুরোধেই ‘যত কাণ্ড কলকাতাতেই’ মুক্তি পায়নি গত বছর পুজোয়। কারণ, তখন উইন্ডোজ়-এর ‘বহুরূপী’ চলছিল। অভিনেতার প্রশ্ন, “ছবিটা কি তখন তৈরি হয়ে গিয়েছিল? তা হলে আমাকে ২০২৫-এর জুন মাসে কেন ছবির ডাবিং করতে হল?”

    তবে সব শেষে আবীরের বক্তব্য, ছবিমুক্তির সিদ্ধান্ত একেবারেই প্রযোজকের। কখনওই অভিনেতার সিদ্ধান্তে বা অনুরোধে ছবিমুক্তির সময় নির্ধারিত হতে পারে না।
  • Link to this news (আনন্দবাজার)