নিরাপত্তাহীনতায় ভুগলে সবার আগে পুজোর ছবির নাম জানাতাম না, অনীককে পাল্টা কটাক্ষে জিনিয়া
আনন্দবাজার | ০১ সেপ্টেম্বর ২০২৫
সরকারি হস্তক্ষেপ, পুজোয় বাংলা ছবির মুক্তি নিয়ে পরিচালক-প্রযোজকদের বৈঠকের পরেও কাজিয়া! গত দু’বছর অপেক্ষার পর এ বছরের পুজোয় প্রযোজক ফিরদৌসল হাসান তাঁর ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখানেই যাবতীয় সমস্যা। তাঁর ছবির নায়ক আবীর চট্টোপাধ্যায় চুক্তিবদ্ধ নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে। ২০২৩-এর সেই চুক্তি অনুযায়ী, পুজোয় আবীরের দুটো ছবি মুক্তি পেলে নায়ক নন্দিতা-শিবপ্রসাদের ছবি ছাড়া অন্য ছবির প্রচারে থাকতে পারবেন না।
চুক্তি মেনে আবীর তাই অনীক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর প্রচারে থাকছেন না। এই ঘটনায় ক্ষুব্ধ ছবির প্রযোজক-পরিচালক উভয়েই। তাঁরা সোমবার বিষয়টি নিয়ে সংবাদিকদের মুখোমুখি হন। অনীকের কথায়, “আমি জানি, শিবুর ছবি ভাল চলে। তা ছাড়া, আবীরের দুটো ছবি দুই স্বাদের। সেখানে পুজোয় মুক্তি পেলেও সমস্যা কোথায়! শিবু কেন এত ভয় পাচ্ছে?” তারই জবাবে আনন্দবাজার ডট কম-এর কাছে মুখ খুললেন উইন্ডোজ় প্রযোজনা সংস্থার কাহিনি-চিত্রনাট্যকার জ়িনিয়া সেন। জ়িনিয়া সেন, আবীরের এ বছরের একটি পুজোর ছবি ‘রক্তবীজ ২’-এর কাহিনি এবং চিত্রনাট্য লিখেছেন। আবীরের এই ছবির প্রযোজক এবং পরিচালক নন্দিতা-শিবপ্রসাদ।
অনীক-ফিরদৌসলের বক্তব্য শোনার পর কী বলছেন জ়িনিয়া?
তিনি সাফ বলেছেন, “বাংলা ছবির পারস্পরিক দ্বন্দ্ব এড়াতেই আমাদের এত বৈঠক। সরকারি হস্তক্ষেপ কিন্তু সেই কারণেই। সেখানে বার বার বলা হয়েছে, এক অভিনেতার দু’টো ছবি একসঙ্গে মুক্তি পেলেও টক্কর লাগবে। একই প্রযোজনা সংস্থার দু’টো ছবি মুক্তি পেলেও একই সমস্যা তৈরি হবে। এই দ্বন্দ্ব এড়িয়ে যাওয়ার কথাই কিন্তু বার বার বলছে রাজ্য সরকার।” তিনি এ-ও জানিয়েছেন, পুজোর ছবিমুক্তি নিয়ে ডাকা বৈঠকে প্রযোজক হাসানকে সরকারের পক্ষ থেকে কী জানানো হয়েছিল, সেটা তিনিই সবচেয়ে ভাল বলতে পারবেন।
কাহিনি-চিত্রনাট্যকারের দ্বিতীয় যুক্তি, “আমরা আবীরের সঙ্গে চুক্তি করেছি। কারও সঙ্গে কোনও রকম বিরোধ চাই না বলেই এই চুক্তি। তা ছা়ড়া, আবীর আমাদের ছবির নায়ক। ওঁর উপর ভরসা করে আমরা অনেক টাকা বিনিয়োগ করেছি। ফলে, ও শুধু আমাদের হয়ে প্রচারে যোগ দেবে, সেটাই তো চাইব! প্রচারপর্বে আমরা ছবির আবীরকেই তুলে ধরতে চাই।” পাশাপাশি তিনি আরও একটি কথা মনে করিয়ে দিয়েছেন। জ়িনিয়া জানিয়েছেন, ‘রক্তবীজ ২’ পুজোয় মুক্তি পাবে— এ কথা অনেক আগে প্রযোজনা সংস্থা ঘোষণা করেছিল। অন্য দিকে, ‘যত কাণ্ড কলকাতাতেই’ মুক্তি পাওয়ার কথা ছিল পয়লা মে, সত্যজিৎ রায়ের জন্মদিনে। তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাতে। তখন কিন্তু এই ছবির পুজোয় আসার কথা ছিল না। এই ছবির পুজোয় আসার কথা অনেক পরে ঘোষণা করা হয়েছে। তাঁর মতে, “নিরাপত্তাহীনতায় ভুগলে কারও ছবিমুক্তির ঘোষণার পরে আমার আমাদের ছবির মুক্তির দিন ঘোষণা করতাম। সকলের আগে পুজোর ছবির দিনক্ষণ ঘোষণা করতাম না।”
এ দিনের সাংবাদিক বৈঠকে অনীক এবং হাসান উভয়েই জানিয়েছেন, আবীরের মধ্যস্থতায় সমস্যার সমাধান খুঁজতে তাঁরা নন্দিতা-শিবপ্রসাদের সঙ্গে বৈঠকেও আগ্রহী। তেমন কোনও প্রস্তাব এলে পরিচালক জুটি কী করবেন? জ়িনিয়া বলেছেন, “আমরা ইতিমধ্যেই রাজ্য সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে একত্রে বৈঠকে বসেছি। তাই একই বিষয় নিয়ে দ্বিতীয় বার কথা বলার প্রশ্ন ওঠে না।” তবে জ়িনিয়া নিশ্চিত দুর্গাপুজোয় সব বাংলা ছবিই ভাল ব্যবসা করবে।