• আবীরের কাছে ভিক্ষা চাইব? ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবির প্রচারে থাকছেন না অভিনেতা, প্রশ্নে অনীক-ফিরদৌসল
    আনন্দবাজার | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • বছর তিনেক আগে পরিচালক নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে চুক্তি হয়েছিল অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের। ওই বছর থেকে তিনি উইন্ডোজ প্রযোজনা সংস্থার পুজোর ছবিতে। চুক্তি অনুযায়ী পরিচালক জুটির শর্ত, পুজোয় তাঁদের ছবিতে আবীর থাকলে অভিনেতার আর কোনও ছবি একই সঙ্গে মুক্তি পাবে না। মুক্তি পেলেও সেই ছবির প্রচারে আবীর থাকতে পারবেন না। চুক্তির নিয়ম মেনে তাই অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিতে অভিনয় করা সত্ত্বেও আবীর প্রচারে নেই। বিষয়টি নিয়ে সোমবার সাংবাদিকদের সামনে বক্তব্য রাখলেন ছবির পরিচালক অনীক, প্রযোজক ফিরদৌসল হাসান।

    এ দিন রীতিমতো হতাশ শুনিয়েছে প্রযোজকের কণ্ঠস্বর। তাঁর কথায়, “ছবির প্রচারের জন্য এ বার কি আবীরের কাছে ভিক্ষা চাইব? অভিনেতা বড় না ছবি!”

    অনীক এ দিন বলেন, “আবীর, শিবু উভয়কেই স্নেহ করি। নন্দিতাদি, শিবুর এ বছরের পুজোর ছবি ‘রক্তবীজ২’-এর গান, ট্রেলার দেখেছি। দেখে বুঝেছি, আমাদের ছবি আর শিবুদের ছবি সম্পূর্ণ আলাদা। তা হলে শিবু এত ভয় পাচ্ছে কেন! কেনই বা নিরাপত্তাহীনতায় ভুগছে?”

    আবীরের আচরণে ক্ষোভের পাশপাশি বিস্ময় জমেছে প্রযোজকের মনে। তিনি অবাক, অভিনেতা নিজের ছবির প্রচারে, বিশেষ প্রদর্শনে যোগ দেবেন না! ছবির ঝলক সমাজমাধ্যমে ভাগ করবেন না, এ কেমন কথা? এ দিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ছবিকে গুরুত্ব দিয়ে এত কিছু করছেন। প্রত্যেক প্রেক্ষাগৃহে যাতে বাংলা ছবি প্রাইম টাইম শো পায় তার নির্দেশ দিয়েছেন। অথচ তাঁর ছবি অসহযোগিতার মুখোমুখি। অন্য প্রযোজকদের কাছে তাই এ বিষয়ে ফিরদৌসল উদারতা আশা করেন।

    প্রযোজকের আক্ষেপ, তিনি তাঁর ছবির নায়ককে যথেষ্ট ভালবাসেন, স্নেহও করেন। তার পরেও তিনি আজ অসহযোগিতার শিকার।

    এ দিন নিজের ছবির প্রযোজকের ঢাল হয়েও দাঁড়ান অনীক। বলেন, “নিরপেক্ষ ভাবে বলছি, সহবাগের মতো ওপেনিং করল হাসান। এর আগেও এই ছবি নিয়ে বাধা এসেছে। আমি অসুস্থ হয়ে পড়েছি। হাসান বলল, ছবি পুজোয় মুক্তি পাবে। আমি বলেছিলাম, তাড়াহুড়ো হবে না?” পরে পরিচালক উপলব্ধি করেন, যিনি ছবির পিছনে লগ্নি করেছেন তাঁর পক্ষে দু’বছর ধরে অপেক্ষা করে থাকা কত বড় সমস্যার।

    এই উপলব্ধি থেকেই তিনি তাঁর ছবির প্রযোজককে সমর্থন করছেন। অনীকের কথায়, “হাসানের কথাতেও জোরালো যুক্তি আছে। এ দিকে, গত দু’বছরের মতো এ বছরেও পুজোয় ছবিমুক্তি নিয়ে আবীরের সমস্যা।” কথাপ্রসঙ্গে উদাহরণ হিসাবে তিনি অমিতাভ বচ্চনের নাম নিয়েছেন। জানিয়েছেন, অভিনেতার তিনটি ছবি তিনি একসঙ্গে দেখেছেন। সেই উদাহরণ সামনে রেখে পরিচালকের পাল্টা যুক্তি, “আমি যদি একদিনে এক অভিনেতার তিনটি ছবি দেখতে পারি তা হলে দর্শকও আবীরের দু’টি ভিন্ন স্বাদের ছবি দেখতে পারবেন। এতে সমস্যা কোথায়?”

    আবীরের সঙ্গে তাঁর সমস্যা যে নতুন নয়, তা-ও জানিয়েছেন পরিচালক। “‘অপরাজিত’ ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় আবীরকে প্রথম বেছেছিলাম। যথারীতি তারিখ নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। ভাগ্যিস সেই সময় জীতু কমলকে পেয়েছিলাম। তাই ছবিটা হল।”

    প্রসঙ্গত, ২০২৩-এ অনীকের পরিচালনায় ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিতে নায়ক ‘তোপসে’র ভূমিকায় অভিনয় করেন আবীর। এই ছবিটিও সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’র প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি। ওই বছর থেকেই নায়ক নন্দিতা-শিবপ্রসাদের পুজোর ছবিতে নিয়মিত থাকছেন। এই কথা তুলে অনীক-ফিরদৌসলের মত, উইন্ডোজ় প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সময় তাঁর আর একটি ছবির কথাও মনে রাখা উচিত ছিল।

    সমস্যা যখন কিছুতেই মিটছে না তখন কি আইনি পথে এগোবেন ছবির প্রযোজক-পরিচালক?

    প্রশ্ন ছিল সংবাদিকদের। উত্তরে প্রযোজক জানান, তাঁর আর হারানোর কিছু নেই। অনীকের কথায়, “কেউ মামলা করব না। ছবির বিশেষ প্রদর্শন পর্যন্ত অপেক্ষা করব। প্রয়োজনে শিবুর সঙ্গে বসব। তবে বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নিতে গিয়ে জানলাম, হাসান মামলা করলে কিন্তু আবীরেরই বিপদ হত।” সম্প্রতি পড়ে গিয়ে শিরদাঁড়ার হাড় ভেঙেছে বর্ষীয়ান পরিচালকের। তখনও ফোনে তাঁর কোনও খবর নেননি অভিনেতা। সে কথা উল্লেখ করে অনীকের ব্যঙ্গ, “উইন্ডোজ়ের সঙ্গে চুক্তি অনুযায়ী না হয় আমাদের ছবিতে অভিনয় করেও প্রচারে থাকবে না আবীর। পরিচালক অসুস্থ হলে ফোনে তাঁর খোঁজ নিলেও কি চুক্তিভঙ্গ হবে?”
  • Link to this news (আনন্দবাজার)