জোড়া গোল করে ডার্বি জেতানো ফুটবলারকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল, লাল-হলুদ জার্সিতে আর দেখা যাবে না দিয়ামানতাকোসকে
আনন্দবাজার | ০১ সেপ্টেম্বর ২০২৫
কিছু দিন আগে ডুরান্ড কাপে তাঁর জোড়া গোলেই কলকাতা ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়েছিল ২-১ গোলে। সেই দিমিত্রিয়স দিয়ামানতাকোসের সঙ্গে আচমকাই বিচ্ছেদ হল ইস্টবেঙ্গলের। সোমবার সমাজমাধ্যমে একটি পোস্টে লাল-হলুদ জানিয়েছে, গ্রিসের ফুটবলারের সঙ্গে মৌখিক বিচ্ছেদ হয়েছে ক্লাবের। আগামী সফরের জন্য তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।
গত বছর অনেক আশা নিয়ে ইস্টবেঙ্গল সই করিয়েছিল দিয়ামানতাকোসকে। তার আগের দুই মরসুম কেরল ব্লাস্টার্সের হয়ে ভাল ফর্মে ছিলেন তিনি। ২০২৩-২৪ মরসুমে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা হন। তার পরেই তৎকালীন কোচ কার্লেস কুয়াদ্রাতের ইচ্ছায় তাঁকে দলে নেওয়া হয়।
ইস্টবেঙ্গলে একেবারেই নিজেকে মেলে ধরতে পারেননি দিয়ামানতাকোস। কেরলে যে ফর্মে ছিলেন, তার ধারেকাছেও যেতে পারেননি লাল-হলুদ জার্সিতে। ৩২ ম্যাচে তাঁর অবদান মাত্র ১২টি গোল এবং চারটি অ্যাসিস্ট। কুয়াদ্রাতের বিদায়ের পর কোচ অস্কার ব্রুজ়োর কৌশলের সঙ্গেও মানিয়ে নিতে পারছিলেন না। ফলে একাধিক ম্যাচে প্রথম একাদশে ঠাঁই পাননি।
ডুরান্ডের যে ডার্বিতে তিনি জোড়া গোল করেছিলেন, সেখানেও প্রথম একাদশে ছিলেন না। হামিদ আহদাদ চোট পাওয়ায় নামেন দিয়ামানতাকোস। পেনাল্টি থেকে একটি গোল করেন। পরেরটি করেন বাঁ পায়ের জোরালো শটে। রাতারাতি সমর্থকদের আলোচনায় আবার ফিরে আসে তাঁর নাম। মনে করা হয়েছিল দিয়ামানতাকোসকে রেখে দেওয়া হবে আর এক মরসুম। তা হল না।
গত মরসুমের ব্যর্থতার পর ইস্টবেঙ্গল এ বারই ভেবেছিল দিয়ামানতাকোসকে ছেড়ে দেবে। কিন্তু দীর্ঘ চুক্তি থাকায় গ্রিক ফুটবলারকে মোটা ক্ষতিপূরণ দিতে হত। তাই বাধ্য হয়ে তাঁকে রেখে দেওয়া হয়। ডার্বিতে নায়ক হওয়ার পর মনে করা হয়েছিল দিয়ামানতাকোস ফর্মে ফিরবেন। কিন্তু পরের ম্যাচেই আবার খারাপ খেলেন তিনি। ডায়মন্ড হারবারের কাছে হেরে ডুরান্ড থেকে বিদায়ও নেয় ইস্টবেঙ্গল।
মৌখিক বিচ্ছেদ হওয়ায় দিয়ামানতাকোসকে ক্ষতিপূরণের টাকা দিতে হচ্ছে না ইস্টবেঙ্গলকে। শোনা গিয়েছে, সদ্য বাবা হওয়ার পর দিয়ামানতাকোস চাইছেন দেশেই থাকতে। পরিবারকে সময় দিতে তিনি গ্রিসেরই কোনও ক্লাবে খেলতে পারেন বলে জানা গিয়েছে।