• ‘বিনোদিনী’র পর ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’, ছবির প্রথম পোস্টার ভাগ করে কী বললেন পরিচালক?
    আজকাল | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • ‘বিনোদিনী’র পর এ বার কোনও ঐতিহাসিক বা পৌরাণিক চরিত্র কিংবা পিরিয়ড পিস নয়। রামকমল মুখোপাধ্যায়ের আগামী ছবিতে মধ্যবিত্তের জীবনচর্যা ধরা দিতে চলেছে। ছবিতে উঠে আসবে লক্ষ্মীকান্তপুর লোকালের নিত্য যাতায়াতকারীদের জীবনযাত্রা এবং সফরনামা ।খবর, গৃহপরিচারিকাদের গল্পও একটি বড় অংশ জুড়ে থাকবে এই ছবির। ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ মানেই শুধু নারীদের কাহিনি নয় কিন্তু। পরিচালকের কথায়, “সম্পর্কের কাহিনি, সম্পর্কের নানান টানাপোড়েনের কথা বলবে এই ছবি। আর এই ছবি কিন্তু শুধুমাত্র প্রৌঢ় বা বয়স্ক দম্পতিদের গল্প নয়। তিনটি ভিন্ন বয়সের জুটি দেখা যাবে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ। এই ছবিতে জুটি বাঁধবেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক গঙ্গোপাধ্যায় । ঋতুপর্ণা সেনগুপ্ত এই ছবিতে একজন মধ্যবিত্ত ছাপোষা গৃহিণীর ভূমিকায় । তাঁদের ঘিরেই এগোবে ছবির গল্প । অন্য একটি জুটি সঙ্গীতা সিংহ এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। উল্লেখ্য, সঙ্গীতা সিনহা ২০২০ সালে ‘রিকশাওয়ালা’ নামের একটি শর্ট ফিল্মে রামকমল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেন, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত।

    এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে রাজনন্দিনী পাল ও জন ভট্টাচার্যকে। গল্পে কর্পোরেট চাকুরিরতা আধুনিক মেয়ে রাজনন্দিনী। পরিস্থিতির চাপে সে নিজের স্বত্বাকে কখনও বিক্রি করে না। এমনকী অন্যায়কে প্রশ্রয়ও দেয় না। তাঁর প্রেমিকের চরিত্রে দেখা যেতে পারে জন ভট্টাচার্যকে। রাজনন্দিনীর অফিসের মালিকের চরিত্রে দেখা যাবে বিমল গিরিকে। এছাড়াও, এই ছবিতে পরিচারিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পাওলি দামকে । অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। এছাড়াও বলিষ্ঠ দুই চরিত্রে দেখা যাবে চান্দ্রেয়ী ঘোষ এবং সায়নী ঘোষ-কে। স্থানীয় অঞ্চল এবং শহর কলকাতা জুড়েই শুটিং হয়েছে।

    রামকমল মুখোপাধ্যায়ের কথায়, এ ছবিতে গানের গুরুত্ব যথেষ্ট। দায়িত্বে রয়েছেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ।” সামান্য থেমে তিনি আরও বললেন, “ ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ পারিবারিক ছবি। সব বয়সী দর্শকের ছবি। বিনোদিনীর পর চেয়েছিলাম এই সময়ের একটা গল্প বলতে। এখনকার মানুষদের গল্প বলতে, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জীবন যাপনের সফরনামা যেন সেই ছবিতে ফুটে ওঠে। সেই ভাবনা থেকেই ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। কথাশেষে তাঁর সংযোজন, “এই ছবিতে কিন্তু কৌশিক গাঙ্গুলি, জন ভট্টাচার্য কিংবা ইন্দ্রনীল - এঁরা এক পরিবারের সদস্য নন। তিনটি আলাদা পরিবারকে এক সূত্রে বেঁধেছে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। এর থেকে বেশি কিছু এখনই বলা যাবে না।”

    আগামী ৭ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। আর পুজোর আগেই এক এক করে উন্মোচন করা হবে ছবির অভিনেতা-অভিনেত্রীদের লুক, জানিয়েছেন পরিচালক।
  • Link to this news (আজকাল)