• গা ছমছমে রহস্যময় পরিবেশে এবার জট পাকাবেন জয়দীপ মুখোপাধ্যায়! সেই জট খুলবে কারা?
    আজকাল | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • গোয়েন্দা গল্পের সঙ্গে অনেকদিন হল ভাব জমিয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।‌ পর পর কয়েকবার 'একেন বাবু'র ওটিটি থেকে বড়পর্দা যাত্রা তাঁর হাত ধরেই। জয়দীপ ফ্রেমে বারবার বিভিন্নভাবে ধরা দিয়েছে রহস্য। তবে এবার চেনা ছক ভাঙতে চলেছেন পরিচালক।

    এবার ভৌতিক ঘরানার গল্পে হাত পাকাতে চলেছেন জয়দীপ মুখোপাধ্যায়।‌ তবে বড়পর্দায় নয়, ওটিটিতেই এই পথ চলার শুরু করছেন তিনি। পরিচালকের ফ্রেমে এবার ধরা দেবে গা ছমছমে সব মুহূর্তরা! ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য তৈরি হচ্ছে এই সিরিজ। পাঁচ বন্ধু ঘুরতে গিয়ে এক ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী হবে। তারপর কীভাবে সেখানে থেকে উদ্ধার হবে তারা? বা, উদ্ধার হতে পারবে কিনা, সেই নিয়েই এগোবে গল্প।

    মুখ্য পাঁচ বন্ধুর চরিত্রের মধ্যে রয়েছেন শ্বেতা তিওয়ারি, রৌণক দে ভৌমিক ও অরুণাভ দে। এছাড়াও আরও দুই পরিচিত মুখকে দেখা যাবে এই সিরিজে। সূত্রের খবর, এই সিরিজের শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কলকাতা ও শহরের আনাচে কানাচে চলছে শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই মুক্তি পাবে এই সিরিজ।

    জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই প্রথম শ্বেতা,রৌণক ও অরুণাভকে দেখা যেতে চলেছে। ছোটপর্দার জনপ্রিয় মুখদের নিয়েই এবার নতুন গল্পে ফিরতে চলেছেন পরিচালক। ভৌতিক ঘরানার সিরিজ এর আগেও হয়েছে। তবে জানা যাচ্ছে, জয়দীপের পরিচালনায় এই সিরিজ শুরু অতিপ্রাকৃতিক গল্প বলবে না, বলবে বন্ধুত্বের গল্পও। সব মিলিয়ে এবার জয়দীপের জমাটি আয়োজন।

    প্রসঙ্গত, হইচই-এ আসছে আরও এক ভৌতিক সিরিজ। কলকাতা শহরের এক ঐতিহাসিক বাড়ি। সেই বাড়িতেই থাকে তিন ভূত। তিন জনেই নারী। তবে, তারা উঠে এসেছে ভিন্ন সময়কাল থেকে। এর নাম ‘ভূততেরিকি’। সিরিজে তিন ভূত— ভানু, সুকুমারী এবং রাজিয়া। তিন চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে আভেরী সিংহ রায়, ঐশ্বর্যা সেন এবং দীপান্বিতা সরকার। সিরিজের অন্য চরিত্রে অভিনয় করছেন দেবরাজ ভট্টাচার্য, শৌনক কুণ্ডু প্রমুখ। উল্লেখ্য, এই ওয়েব সিরিজে সৃজনশীল পরিচালনার দায়িত্বে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। ১২ সেপ্টেম্বর হইচই-এ মুক্তি পাচ্ছে এই সিরিজটি।
  • Link to this news (আজকাল)