শান্তিতে কাজ করতে গেলে আসতে হবে ভারতে, এশিয়ার মধ্যে ভারত সেরা এইদিক থেকে, জানুন বিস্তারিত...
আজকাল | ০২ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এশিয়ায় কাজের জন্য সেরা প্রতিষ্ঠানগুলির তালিকায় ভারত এবার শীর্ষে। সোমবার প্রকাশিত গ্রেট প্লেস টু ওয়ার্কের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এশিয়ার শীর্ষ ১০০ সংস্থার মধ্যে ৪৮টিই ভারতে। এর মধ্যে সবক’টি বড় প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে পড়ে। পাশাপাশি মাঝারি আকারের ক্যাটাগরিতে ভারতের ১২টি সংস্থা জায়গা পেয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, এশিয়ার অন্য দেশের তুলনায় ভারতের এই সাফল্য কর্মসংস্কৃতি ও কর্মীদের অভিজ্ঞতায় দেশের নেতৃত্বের অবস্থানকে আরও জোরালো করছে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলির কর্মীরা গড় মানের প্রতিষ্ঠানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ইতিবাচক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। গ্রেট প্লেস টু ওয়ার্কের সিইও মাইকেল সি. বুশ বলেন, ‘যে সংস্থাগুলি এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছে, তারা প্রমাণ করছে কীভাবে আস্থা গড়ে তুলে কর্মস্থলকে আরও উন্নত করা যায়। এগুলি শুধু সংস্থাকে শক্তিশালী করছে না, বরং সমাজ, দেশ এবং গোটা পৃথিবীকে কাজের দিক থেকে আরও ভাল জায়গা করে তুলছে।’
তিনি আরও যোগ করেন, ‘২০২৫ সালে এশিয়ার সেরা কর্মস্থলের তালিকায় যারা জিতেছে, তাদের আলাদা করে তুলছে একটিই বিষয়, ইতিবাচক কর্মী অভিজ্ঞতা, যা প্রকৃত অর্থে কাজের জায়গায় সুস্থ পরিবেশ তৈরি করে’। এ বছর ভারতের যেসব বড় প্রতিষ্ঠান তালিকায় জায়গা করে নিয়েছে, তার মধ্যে রয়েছে নোভার্টিস, স্নাইডার ইলেকট্রিক, এরিকসন, ভিসা ও এনভিডিয়া। মূলত, প্রতিবেদনটি ৩২ লক্ষাধিক গোপনীয় জরিপ তথ্যের উপর ভিত্তি করে তৈরি, যা প্রায় ৭৫ লক্ষ কর্মীর অভিজ্ঞতা তুলে ধরেছে। ৯১% কর্মীর মতে, তাদের সিদ্ধান্ত কর্মস্থলে প্রভাব ফেলে, তাদের সেই গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে, ৮৬% কর্মী মনে করছেন তাঁদের ম্যানেজাররা নিরপেক্ষ ও ন্যায্য আচরণ করেন। এই পরিমাণ গত বছর ছিল ৮৩%। এছাড়াও, ৯৩%-র বেশি কর্মী জানিয়েছেন, তাঁদের বয়স, লিঙ্গ, পদমর্যাদা, জাতি নির্বিশেষে সমানভাবে দেখা হয়। গ্রেট প্লেস টু ওয়ার্ক ইন্ডিয়ার সিইও বলবীর সিং বলেন, ‘এই সংস্থাগুলির কর্মীরা নেতৃত্বের ভিশন ও দক্ষতার উপর প্রবল আস্থা রাখেন এবং নিজেদের গভীরভাবে সংযুক্ত বোধ করেন। এটি ন্যায্যতা ও উৎকর্ষতার সংস্কৃতির এক শক্তিশালী প্রমাণ। এই তালিকায় এত সংখ্যক ভারতীয় প্রতিষ্ঠানের নাম থাকা নিঃসন্দেহে প্রশংসনীয়।