• জুতোর মধ্যেই ঘাপটি মেরে ছিল, বুঝতেও পারেননি যুবক, বাড়ির লোকজন যখন জানলেন সত্যিটা, ততক্ষণে সব শেষ...
    আজকাল | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বর্ষার সময়। তবে এমন কিছু ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারে আঁচ করেননি ঘূণাক্ষরেও। জুতো বাইরে খুলেই গিয়েছিলেন জুস কিনতে। ফিরে এসে বাইরে রাখা জুতোয় পা গলান। তখনই ঘটে বিপত্তি। তখনও বুঝতে পারেননি সেভাবে। ঘরে চলে যান বিশ্রাম নিতে। পরে বাড়ির লোকজন যখন আবিষ্কার করেন, ততক্ষণের সব শেষ।

    ঘটনাস্থল বেঙ্গালুরু। পুলিশ সূত্রে খবর, বছর ৪১-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে সাপের কামড়ে। ওই ব্যক্তির নাম মঞ্জু প্রকাশ। তিনি বেঙ্গালুরুর বান্নারঘাট্টা এলাকায় থাকতেন। পরিবারের পক্ষ থেকে জুস কিনতে যাওয়ার ঘটনাটি জানানো হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, পূর্ববর্তী দুর্ঘটনার কারণে মঞ্জুর পায়ে সাড় ছিল না। অর্থাৎ পায়ে কিছু অনুভব করতে পারতেন না তিনি। সেই কারণেই বিষধর ছোবল মারার পরেও, তিনি বুঝতেই পারেননি। পরে বাড়ির পরিচারিকা জুতোর ভিতরে সাপ দেখে বাকিদের জানান। ততক্ষণে মঞ্জু জ্ঞান হারিয় পড়েছিলেন বলে জানা যায়। তাঁকে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেম চিকিৎসকরা।

    বর্ষা মানেই সাপের উপদ্রব। শুধু পথেঘাটে নয়, ঘরের আনাচেকানাচেও লুকিয়ে থাকে সাপ। এর আগে, মহারাষ্ট্রের একটি ঘটনা সামনে আসে। জানা গেছে, বৃদ্ধার ঘরের বাইরেই একটি সাপ ঘাপটি মেরে লুকিয়েছিল। ঘরের কাজ করার সময় সেটি চোখে পড়ে ৭০ বছর বয়সি বৃদ্ধার। এরপরই পুরনো বুদ্ধি তাঁর মাথায় আসে। সাপটিকে আঘাত করার বদলে, উদ্ধার করতেই এগিয়ে যান তিনি। ঘরের কোণ থেকে খপ করে সাপটিকে ধরেই গলায় পেঁচিয়ে ফেলেন। যদিও সাপটি বিষধর নয় বলেই কেরামতি দেখাতে পারেন বৃদ্ধা। 

    বৃদ্ধার কাণ্ড দেখে পরিবারের সদস্যদের চক্ষু চড়কগাছ। সঙ্গে সঙ্গে অনেকেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনদের চোখ ছানাবড়া হয়ে গেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। মুলসি তালুকের আম্বোলি গ্রামের বাসিন্দা ৭০ বছরের শকুন্তলা সুতার। সম্প্রতি তিনি গলায় সাপ পেঁচিয়ে কেরামতি দেখান। যে মুহূর্তের ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

    জানা গেছে, ঘরের কাজ করার সময় বৃদ্ধার কানে ফোঁস ফোঁস শব্দ আসে‌।‌ শব্দটি শুনেই বৃদ্ধার সন্দেহ হয়, নির্ঘাত ঘরের কোথাও সাপ লুকিয়ে রয়েছে। খানিকক্ষণ খোঁজাখুঁজি করেই দেখতে পান, একটি দেওয়ালের পাশে সাপটি ঘাপটি মেরে রয়েছে। সাপের উপস্থিতি টের পেতেই পরিবারের বাকি সদস্যরা চেঁচামেচি শুরু করেন। কিন্তু বৃদ্ধা আতঙ্কে শিউরে ওঠেন। ধীরে সুস্থে সাপটির কাছে এগিয়ে যান। এরপর খপ করে সাপটিকে ধরে ফেলেন। দুই হাত ধরে সাপটি ধরেই গলায় পেঁচিয়ে ফেলেন। সাপটিকে শান্ত করার চেষ্টা করেন। 

    এর আগে, আগস্ট মাসেই, এই রাজ্যেই সাপের ছোবল খায় এক পড়ুয়া।  স্কুলের মধ্যে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল খুদে পড়ুয়া। হঠাৎ জ্বালা করে গায়ে। তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। স্কুলের মধ্যেই সাপের কামড়ে বিপত্তি খুদে পড়ুয়ার।
  • Link to this news (আজকাল)