২৪ ঘণ্টাই বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দিতে হবে, দাবি না মানায় চলছে অবরোধ...
আজকাল | ০২ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিনামূল্যে ২৪ ঘণ্টা দিতে হবে বিদ্যুৎ পরিষেবা। আর তা না দেওয়ায় সোমবার সকাল থেকে মুর্শিদাবাদের ফরাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ দেখালেন আঁধুয়া গ্রামের কয়েকশো গ্রামবাসী। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের তরফ থেকে সিআইএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, এনটিপিসি কর্তৃপক্ষ যতক্ষণ না লিখিত প্রতিশ্রুতি দিচ্ছেন যে তাঁদেরকে ২৪ ঘণ্টা বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে ততক্ষণ তাঁরা বিক্ষোভ-অবরোধ চালিয়ে যাবেন।
বর্তমানে ২১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফরাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র ১৯৮৬ সালে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। এখানে বর্তমানে ছ'টি ইউনিট চালু রয়েছে। আঁধুয়া গ্রামের বেশ কিছু বাসিন্দা দাবি করেন, প্রায় ৩৫-৪০ বছর আগে যখন এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হয় সেই সময় তাঁদের পরিবারের সদস্যরা জমি দান করেছিলেন। তাঁদের দাবি, সেই সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আজীবন তাদেরকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার পাশাপাশি গ্রামে ভাল রাস্তা এবং পয়ঃপ্রণালী ব্যবস্থা করে দেওয়া হবে।
সামিরুল শেখ নামে ওই গ্রামের এক বাসিন্দা বলেন, “কয়েক মাস আগেও আমাদের গ্রামে বিদ্যুৎ পেতে কোনও সমস্যা হয়নি। গ্রামের কিছু বাড়িতে বিদ্যুতের মিটারের লাইন ঢোকার পর থেকে এখন আমাদের বাড়িতে ২৪ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। প্রায় প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বেশিরভাগ বাড়ি বিদ্যুৎহীন হয়ে থাকছে। ছেলেমেয়েদের পড়াশোনা করতে প্রচণ্ড সমস্যা হচ্ছে।”
যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত গোটা বিষয়টি নিয়ে ফরাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তাদের প্রতিক্রিয়ার জন্য ইতিমধ্যেই জনসংযোগ দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এনটিপিসি কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া গেলে পরে তা এই প্রতিবেদনে যোগ করা হবে।