আর ভিড়ে ঠাসাঠাসি নয়, বিধাননগর থেকেই অফিস টাইমে ছাড়বে বিশেষ লোকাল ট্রেন, জানুন বিস্তারিত...
আজকাল | ০২ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সন্ধ্যার ব্যস্ত সময়ে যাত্রী চাপ সামলাতে এবার নয়া উদ্যোগ নিতে চলেছে পূর্ব রেলের শিয়ালদহ শাখা। জানা গিয়েছে, শিয়ালদহের বদলে বিধাননগর থেকে আরও ইএমইউ (EMU) লোকাল চালু করার উদ্যোগ নিচ্ছে পূর্ব রেল। রেল সূত্রে জানা গিয়েছে, অফিস টাইমে যাত্রীদের চাপ সামলাতে শীঘ্রই নতুন বিধাননগর-কল্যাণী সীমান্ত লোকাল চালু করা হবে। বিধাননগর থেকে সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে ছাড়বে এই ট্রেনটি। ঠিক রাত ৮.৩৬ মিনিটে কল্যাণী পৌঁছাবে। ফিরতি পথে ফের কল্যাণী শিয়ালদহ লোকাল রাত ৮.৫২ মিনিটে কল্যাণী থেকে ছেড়ে রাত ১০.১৯ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। এর পাশাপাশি, বারাসাত-হাসনাবাদ শাখায় এক জোড়া নতুন লোকাল ট্রেন পরিষেবা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। বারাসাত-হাসনাবাদ লোকাল দুপুর ১২.১৫ মিনিটে বারাসাত থেকে ছেড়ে দুপুর ১.৩৮ মিনিটে হাসনাবাদ পৌঁছবে।
অপরদিকে, হাসনাবাদ-বারাসাত লোকাল দুপুর ১.৫৫ মিনিটে হাসনাবাদ থেকে রওনা দিয়ে বিকেল ৩.২৫ মিনিটে বারাসাত পৌঁছাবে। রেল কর্তৃপক্ষের আশা, এই বাড়তি পরিষেবা চালুর ফলে যাত্রীদের ভিড় কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। এমনিতেই, দোকান এবং হকারের চাপে অফিস টাইমের ব্যস্ত সময়ে বিধাননগর স্টেশনে পা ফেলা যায় না। এর আগে রেলের তরফে বার্তা দেওয়া হয়েছিল দমদম এবং বিধাননগর স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নেওয়া হবে। তারই অংশ হিসেবে এটা প্রথম পদক্ষেপ। উল্লেখ্য, সাধারণ মানুষের ট্রেনযাত্রায় আরাম আরও বাড়িয়ে দিতে নতুন একজোড়া এসি লোকাল ট্রেন চালু করতে চলেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ–বনগাঁ রুটে এবার ছুটবে এসি লোকাল। এছাড়াও শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত আরও একটি এসি লোকাল চলবে বলে খবর। সোমবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা।
সেখানেই এই দুটি ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়। শিয়ালদহ–বনগাঁ শাখায় এই এসি লোকাল চলবে। বনগাঁ থেকে সেই ট্রেন আবার রানাঘাট যাবে। শিয়ালদহ থেকে যাত্রা করে বিধাননগর ও দমদম স্টেশনে প্রথমে এই ট্রেন থামবে। তারপর দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা, ঠাকুরনগর স্টেশনে থাকবে। শিয়ালদহ–কৃষ্ণনগর শাখায় শিয়ালদহ স্টেশন থেকে যাত্রা শুরু করে বিধাননগর, দমদম স্টেশনে এই ট্রেন থামবে। এরপর বেলঘড়িয়া, সোদপুর, খড়দহ, বারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ, রানাঘাট স্টেশনে থামবে। দুটি নতুন এসি রেক নিয়ে আসা হবে বলে ডিআরএম জানিয়েছেন। মেট্রোর নয়া পরিষেবায় যাত্রী সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। তার সঙ্গে পাল্লা দিতে এসি রেক বৃদ্ধি করা হচ্ছে।
এমনই পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। এদিকে, শিয়ালদহ থেকে বনগাঁ এসি লোকালে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে ৩৫ টাকা। মধ্যমগ্রাম ও বারাসত ৬০ টাকা, দত্তপুকুর ৮৫ টাকা, হাবরা ৯০ টাকা, গোবরডাঙা ও ঠাকুরনগর পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে ১০৫ টাকা। শিয়ালদহ থেকে বনগাঁ পর্যন্ত এসি লোকালের ভাড়া থাকছে ১২০ টাকা। শিয়ালদহ– কৃষ্ণনগর এসি লোকালের স্টেশনের ভাড়ার তালিকাও নির্ধারিত হয়েছে। শিয়ালদহ থেকে বেলঘরিয়া পর্যন্ত এসি লোকালের যাত্রীপিছু ভাড়া ৪০ টাকা। শিয়ালদহ থেকে সোদপুর, খড়দহ, বারাকপুর পর্যন্ত ভাড়া ৬০ টাকা। শ্যামনগর ৮৫ টাকা, নৈহাটি ৯০ টাকা, কাঁচরাপাড়া ও কল্যাণী ৯৫ টাকা, চাকদহ ১০৫ ও রানাঘাট ১২০ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত ভাড়া ১৪০ টাকা।