বাংলায় আরও দুটি এসি লোকাল! শিয়ালদহ থেকে বনগাঁ-রানাঘাট রুটেও ছুটবে এসি ট্রেন
বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ - রানাঘাট এসি লোকাল সাফল্যের সঙ্গে যাতায়াত শুরু করতেই আরও বাংলার আরও দু'টি রুটে শুরু হতে চলেছে এসি লোকাল।সূত্রের খবরে জানা গিয়েছে, শিয়ালদহ- ভায়া বারাসত-বনগাঁ-রানাঘাট এবং শিয়ালদহ- ভায়া রানাঘাট-কৃষ্ণনগর সিটি জংশন রুটে নয়া দুটি এসি লোকাল চলবে।বিশেষ বিষয় হল, শিয়ালদহ - ভায়া রানাঘাট - কৃষ্ণনগর সিটি জংশন এসি লোকাল রুটে বেলঘড়িয়া এবং শ্যামনগর স্টেশনটিকেও যুক্ত করা হয়েছে। সোমবার সাংবাদিক বৈঠকে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা এই দু'টি রুটে নয়া এসি লোকাল শুরু করার কথা জানালেন। আগামী সপ্তাহে এই দু'টি রুটে এসি লোকাল শুরু হতে চলেছে। দেখে নেওয়া যাক এই দুটি ট্রেনের ভাড়া১) শিয়ালদহ - ভায়া বারাসত - বনগাঁ- রানাঘাটশিয়ালদহ - বিধাননগর রোড -- ৩৫ টাকাশিয়ালদহ - দমদম জংশন -- ৩৫ টাকাশিয়ালদহ - দমদম ক্যান্টনমেন্ট -- ৩৫ টাকাশিয়ালদহ - মধ্যমগ্রাম -- ৬০ টাকাশিয়ালদহ - বারাসাত -- ৬০ টাকাশিয়ালদহ - দত্তপুকুর -- ৮৫ টাকাশিয়ালদহ - হাবরা -- ৯০ টাকাশিয়ালদহ - গোবরডাঙ্গা -- ১০৫ টাকাশিয়ালদহ - ঠাকুরনগর -- ১০৫ টাকাশিয়ালদহ - বনগাঁ -- ১২০ টাকাশিয়ালদহ - মাঝেরগ্রাম -- ১৩০ টাকাশিয়ালদহ - রানাঘাট -- ১৫০ টাকা২) শিয়ালদহ - ভায়া রানাঘাট - কৃষ্ণনগর সিটি জংশনশিয়ালদহ - বিধাননগর রোড -- ৩৫ টাকাশিয়ালদহ - দমদম জংশন -- ৩৫ টাকাশিয়ালদহ - বিধাননগর রোড -- ৩৫ টাকাশিয়ালদহ - বেলঘড়িয়া -- ৪০ টাকাশিয়ালদহ - সোদপুর -- ৬০ টাকাশিয়ালদহ - খড়দহ -- ৬০ টাকাশিয়ালদহ - বারাকপুর -- ৬০ টাকাশিয়ালদহ - শ্যামনগর -- ৮৫ টাকাশিয়ালদহ - নৈহাটি -- ৯০ টাকাশিয়ালদহ - কাঁচরাপাড়া -- ৯৫ টাকাশিয়ালদহ - কল্যাণী -- ৯৫ টাকাশিয়ালদহ - চাকদহ -- ১০৫ টাকাশিয়ালদহ - রানাঘাট -- ১২০ টাকাশিয়ালদহ কৃষ্ণনগর সিটি জংশন -- ১৪০ টাকাসময়সূচী :১) শিয়ালদহ - ভায়া বারাসাত - বনগাঁ- রানাঘাট এসি লোকালরানাঘাট থেকে ছাড়বে সকাল ৭:১১ মিনিট নাগাদ। বনগাঁয় পৌঁছে সেখান থেকে ছাড়বে ৭:৫২ মিনিট নাগাদ। শিয়ালদহ পৌঁছাবে সকাল ৯:৩৭ মিনিট নাগাদ।শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধ্যা ৬:১৪ মিনিট নাগাদ। বনগাঁ পৌঁছাবে রাত ৮:০৪ মিনিট নাগাদ। রানাঘাট পৌঁছবে রাত ৮:৪১ মিনিট নাগাদ।২) শিয়ালদহ - ভায়া রানাঘাট - কৃষ্ণনগর সিটি জংশন এসি লোকালশিয়ালদহ থেকে ছাড়বে সকাল ৯:৪৮ মিনিট নাগাদ। কৃষ্ণনগর পৌঁছাবে বেলা ১২:০৭ মিনিট নাগাদ।কৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর ১:৩০ মিনিট নাগাদ। শিয়ালদহ পৌঁছবে দুপুর ৩:৪০ মিনিট নাগাদ।
Link to this news (বর্তমান)