• অনলাইনে কাজ দেওয়ার নামে প্রতারণা! সাইবার জালিয়াতদের ফাঁদে পা দিয়ে ৯১ লক্ষ টাকা খোয়ালেন ইঞ্জিনিয়ার
    প্রতিদিন | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সাইবার প্রতারণার শিকার হয়ে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন এক যুবক। এবার ঘটনাস্থল ‘টেক সিটি’ বেঙ্গালুরু। পুলিশ সূত্রে খবর, অনলাইনে কাজ দেওয়ার টোপ দিয়েছিল প্রতারকরা। সেই ফাঁদে পা দিয়েই প্রায় ৯১ টাকা খোয়ালেন ওই যুবক। জানা গিয়েছে, পেশায় তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

    পুলিশ সূত্রে খবর, গত ১৬ জুলাই টেলিগ্রামে ওই যুবকের কাছে একটি মেসেজ আসে। অভিযোগ, সেখানে ‘ধন্য’ নামের এক ব্যক্তি দাবি করেন, চেন্নাইয়ের একটি সংস্থা কর্মী নিয়োগ করছে। বাড়ি বসেই একটি ওয়েবসাইটে বিভিন্ন হোটেলের রিভিউ লেখার কাজ করতে হবে। পরিবর্তে মিলবে দৈনিক ৫ থেকে ১০ হাজার টাকা। ওই ব্যক্তির কথা শুনে প্রাথমিকভাবে যুবকের সন্দেহ হয়। কিন্তু তাঁর বিশ্বাস অর্জনের জন্য যুবককে একটি টেলিগ্রামের একটি গ্রুপে যুক্ত করা হয়। এরপরই তিনি প্রতারকদের পাতা জালে জড়িয়ে পড়েন। জানা গিয়েছে, ১৬ জুলাই থেকে ২২ আগস্টের মধ্যে তাঁর থেকে প্রায় ৯১ লক্ষ টাকা হাতিয়ে প্রতারকরা। এরপরই সর্বস্বান্ত হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন।

    পুলিশের এক আধিকারিক বলেন, “একমাসেরও বেশি সময় ধরে যুবককে বিভিন্ন প্রলোভন দেওয়া হয়। তারপর অল্প অল্প করে মোট ৯১ লক্ষ টাকা তাঁর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রতারকরা। আমরা ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছি।”
  • Link to this news (প্রতিদিন)