সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কেরলে ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার আক্রমণ। বিরল রোগে এক শিশু-সহ মৃত্যু হল দু’জনের। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে কেরলে একই রোগে মৃত্যু হয়েছিল নয় বছরের এক বালিকার। অর্থাৎ, এক মাসে এই নিয়ে তিন জনের মৃত্যু হল। এই ঘটনায় আতঙ্ক বাড়ছে দক্ষিণের রাজ্যে।
মস্তিষ্কে সংক্রমণের জেরে কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওমাসেরির বাসিন্দা আবুবক্কর সিদ্দিকির সন্তানকে। অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিসের সংক্রমণে মাস খানেক ধরে সেখানে চিকিৎসা চলছিল শিশুটির। রবিবার অবস্থার অবনতি হয় এবং সে মারা যায়। অন্যদিকে মালাপ্পুরম জেলার কাপ্পিলার বাসিন্দা ৫২ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বিরল রোগে। গত ৮ জুলাই থেকে তিনি ভর্তি ছিলেন কোঝিকোড় মেডিক্যাল কলেজে। এর আগে গত ১৪ আগস্ট একই রোগে মৃত্যু হয়েছে থামারাসেরির বাসিন্দা নয় বছরের এক বালিকার।
অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (Amoebic meningoencephalitis) ঠিক কেমন রোগ? এক ধরনের অ্যামিবা জলে থাকে। নাকের মাধ্যমে তা দেহে প্রবেশ করে। আঘাত করে সরাসরি মস্তিষ্কে। সেখানেই দ্রুত বংশবিস্তার করে। তাদের খাদ্য হয়ে ওঠে মস্তিষ্কের বিভিন্ন টিস্যু। তবে এই রোগ মানুষ থেকে মানুষে ছড়ায় না। অর্থাৎ সংক্রামক নয়। কিন্তু এই অসুখের সবচেয়ে খারাপ দিক হল, এখনও পর্যন্ত এর কোনও চিকিৎসা জানা নেই মানুষের। এছাড়াও রোগ দ্রুত ছড়ানোয় চিকিৎসারও সময় মেলে না। তিন নাবালকের ক্ষেত্রে তেমনটাই ঘটেছে।