• দু’চাকার যানবাহনে নয়া নিয়ম, জনগণের সুরক্ষায় যোগীর অভিনব উদ্যোগ!
    প্রতিদিন | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে উত্তরপ্রদেশে ১ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে বিশেষ সড়ক নিরাপত্তা অভিযান। রাজ্যের জনগণকে সুরক্ষা প্রদানে যোগীর অভিনব উদ্যোগ।

    জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সমগ্র রাজ্যে এই অভিযান চালাবে ডিআরএসসি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অভিযান। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রচার অভিযানে সামিল থাকবেন রাজ্য পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

    এই প্রচার অভিযান নিয়ে যোগী বলেন, ‘আগে হেলমেট, পরে জ্বালানি। মাথায় হেলমেট থাকলে তবেই জ্বালানি ব্যবহার করুন। হেলমেট ব্যবহার না করলে জ্বালানিও দেওয়া হবে না।’ এই প্রচার যাতে সফল হয়, তার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই প্রচারের উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয়, বরং জীবনের সুরক্ষা নিশ্চিত করা।’

    এই প্রচার অভিযানের ফলে দু-চাকার গাড়ি চালকদের মধ্যে হেলমেট ব্যবহার বাড়বে বলে মনে করছেন রাজ্যের পরিবহন কমিশনার। এ ব্যাপারে তিনি সমস্ত পেট্রোল পাম্প অপারেটরদের সহযোগিতা কামনা করেছেন।
  • Link to this news (প্রতিদিন)