• এসএসসির ‘অযোগ্য’দের তালিকায় বাগদার পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ে! কী বলছেন তৃণমূল নেত্রী?
    প্রতিদিন | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সুপ্রিম নির্দেশে এসএসসির ২০১৬ সালের প্যানেলের অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তাতে নাম রয়েছে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ের। যা নিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। যদিও তৃণমূল নেত্রীর কথায়, “সত্যি একদিন সামনে আসবেই।”

    সম্প্রতি ২০১৬ সালের প্যানেলের অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশের জন্য সাতদিনের সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে শনিবার ১৮০৪ জনের তালিকা প্রকাশ করে এসএসসি। তালিকা প্রকাশিত হতেই স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল সবমহলে। তাতে নাম রয়েছে বিধায়ক কন্যা থেকে শুরু করে তৃণমূল ঘনিষ্ঠ একাধিকজনের। সেই তালিকাতেই নাম মিলল বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডলের মেয়ে মৌসুমীর। এসএসসির তালিকার ৮৭৭ এবং ৮৭৮ নম্বরে নাম রয়েছে তাঁর।

    এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ওই তৃণমূল নেত্রী। যদিও এই তালিকা কতটা সঠিক, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, “একটা তালিকা প্রকাশিত হয়েছে। তাতে নাম রয়েছে শুনছি। তবে আমার বিশ্বাস সত্যিটা একদিন সামনে আসবেই।” এবিষয়ে বাগদার বিজেপি নেতা তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “এই রাজ্যের শিক্ষাক্ষেত্রে মেরুদণ্ড ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মানুষ ছাব্বিশের নির্বাচনে এর জবাব দেবে।”
  • Link to this news (প্রতিদিন)