• শ্বাসনালীতে আটকে যায় বাদামের টুকরো, ঝাড়খণ্ডের শিশুর প্রাণ বাঁচালেন বর্ধমান হাসপাতালের চিকিৎসকরা
    এই সময় | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • সর্দি, কাশি, জ্বর এবং তার সঙ্গে ছিল শ্বাসকষ্টের সমস্যা। ঝাড়খণ্ডের এক শিশুর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় চিন্তায় পড়েছিল পরিবার। ঝাড়খণ্ডে একপ্রস্থ চিকিৎসার পর শিশুটিকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। শিশুটির চিকিৎসা চলাকালীন জানা যায়, তার শ্বাসনালীতে আটকে গিয়েছিল একটি ছোট বাদামের টুকরো। অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির প্রাণ বাঁচালেন চিকিৎসকেরা।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ঝাড়খণ্ডে চিকিৎসা চলার পরেও সুস্থ না হওয়ায় শিশুটির পরিবারের লোকজন বুধবার তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। শিশু বিভাগের চিকিৎসকরা সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করেন। ইএনটি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন শিশুটির ডানদিকের শ্বাসনালীতে সমস্যা রয়েছে। সেখানে কোনও কিছু আটকে রয়েছে।

    এর পরে শিশুটির সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে জানা যায়, শ্বাসনালীতে একটি বাদামের টুকরো আটকে রয়েছে। শিশুটির অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। সার্জারি, ইএনটি, শিশু বিভাগ ও অ্যানেস্থেসিয়া বিভাগের চিকিৎসককে নিয়ে একটি টিম গঠন করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির অস্ত্রোপচার হয়।

    হাসপাতালের চিকিৎসক ঋতম রায় ও অসীম সরকার জানিয়েছেন, বিনা রক্তপাতে ব্রঙ্কোস্কপি করে শিশুটির ডানদিকের শ্বাসনালীতে আটকে থাকা বাদাম বের করা হয়। কোনও ভাবে শিশুটি বাদাম খেয়ে ফেলে। সেটি শ্বাসনালীতে আটকে যায়। তা থেকেই শ্বাসনালীতে সংক্রমণ বাড়ছিল। বর্ধমান হাসপাতালে সুপার ডাঃ তাপস ঘোষ বলেন, ‘এত ছোট শিশুর বিনা রক্তপাতে শ্বাসনালীতে আটকে থাকা বাদাম বের করা বেশ ঝুঁকির। হাসপাতালের চিকিৎসকরা সফলভাবে শ্বাসনালী থেকে বাদাম বের করতে সক্ষম হয়েছেন। দ্রুত বিষয়টি চিহ্নিত করে বাদাম বের করা না গেলে শিশুটির প্রাণ সংশয় হতে পারত। চিকিৎসকদের এই কাজ প্রশংসার যোগ্য।’

  • Link to this news (এই সময়)