• হিডকোর নামে ভুয়ো ওয়েবসাইট, অভিযোগ পাওয়ার ১ বছর পর ধৃত অভিযুক্ত
    হিন্দুস্তান টাইমস | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • অবশেষে এক বছরের চেষ্টার পর হিডকোর ভুয়ো ওয়েবসাইট তৈরির ঘটনায় মূল অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। শনিবার বারাকপুর কমিশনারেটের শ্যামনগর কাউগাছি এলাকা থেকে গ্রেফতার করা হয় ২৫ বছরের যুবক সুতনু দাসকে। তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ওয়্যারলেস রাউটার, একটি ম্যাকবুক, একটি আইফোন ও আরও একটি স্মার্টফোন। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণা চক্রের আরও তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা।


    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ২২ মে প্রথম হিডকো কর্তৃপক্ষ লক্ষ্য করে যে, তাদের সরকারি ওয়েবসাইটের একেবারে অনুরূপ নকশায় একটি ভুয়ো ওয়েবসাইট চালু করা হয়েছে। ওই ভুয়ো সাইটে বহু সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছিলেন এবং ভেবেছিলেন সেটিই আসল সরকারি ওয়েবসাইট। সেদিনই ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় হিডকো। এরপর সংস্থার আইটি সিস্টেম ম্যানেজার ১২ জুলাই বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। দীর্ঘ সময় ধরে খোঁজ চালানোর পর অবশেষে শনিবার হানা দিয়ে ধৃতকে গ্রেফতার করা হয়।

    প্রাথমিক অনুমান, হিডকোর নাম ভাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার পরিকল্পনা ছিল সুতনুর। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, এই ধরনের ভুয়ো ওয়েবসাইট সাধারণ মানুষকে ভয়ঙ্করভাবে বিপদে ফেলতে পারে। অনেকেই আর্থিক ক্ষতির শিকার হতে পারতেন। তাই অভিযোগ পাওয়ার পর থেকেই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে তদন্ত শুরু করা হয়। এই ঘটনার জেরে ফের একবার স্পষ্ট হল, সরকারি প্রতিষ্ঠানের নাম ভাঁড়িয়ে প্রতারণার ফাঁদ তৈরি করছে সাইবার অপরাধীরা। পুলিশের আশঙ্কা, ধৃতের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। সেই সম্ভাবনা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)