• রাস্তায় লিভ ইন পার্টনারকে পুড়িয়ে মারল যুবক
    বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • বেঙ্গালুরু: নৃশংস খুনের সাক্ষী থাকল সিলিকন ভ্যালি। পারিবারিক হিংসার জেরে লিভ ইন পার্টনারকে ব্যস্ত রাস্তায় জ্যান্ত পুড়িয়ে মারল এক ব্যক্তি। মৃত ২৬ বছরের মহিলার নাম বনজাক্ষী। তাঁর প্রেমিক বিতালকে গ্রেপ্তার করেছে পুলিস। ওই ব্যক্তি পেশায় ক্যাব চালক। রবিবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেঙ্গালুরুতে। 

    পুলিস জানিয়েছে, তিনটি বিয়ে করার পরও বনজাক্ষীর সঙ্গে লিভ ইন সম্পর্কে জড়িয়েছিল বিতাল। অপরদিকে ওই মহিলাও এর আগে দু’বার বিয়ে করেছিলেন। জানা গিয়েছে, বিতাল প্রায়শই মদ খেয়ে বাড়িতে ফিরে বনজাক্ষীকে মারধর করত ও যৌন নির্যতন চালাত। গত চার বছর ধরে সম্পর্ক ছিল তাঁদের। তদন্তকারীরা জানতে পেরেছেন, সম্প্রতি বিতালের অত্যাচার সহ্য করতে না পেরে তার বাড়ি ছেড়ে চলে আসেন মহিলা। তাঁর সঙ্গে মারিয়াপ্পা নামে এক ব্যক্তির সম্পর্ক গড়ে ওঠে। মারিয়াপ্পা কর্ণাটক রক্ষা বেদিকা নামে একটি সংগঠনের সদস্য। তাঁদের সম্পর্ক মেনে নিতে পারছিল না বিতাল। প্রতিশোধ নিতে চাইছিল সে। রবিবার মারিয়াপ্পা ও বনজাক্ষী এক মন্দিরে পুজো দিয়ে গাড়ি করে ফিরছিলেন। বিষয়টি জানতে পেরে তাঁদের অনুসরণ করতে থাকে অভিযুক্ত। সিলিকন ভ্যালির একটি সিগন্যালে তাঁদের গাড়ি আটকে পেট্রল ঢেলে দেয়। তখন ভয়ে মারিয়াপ্পা ও গাড়ির চালক পালিয়ে যান। বনজাক্ষী পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তাঁকে তাড়া করে শরীরে পেট্রল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয় বিতাল। পথচলতি মানুষ ও ট্রাফিক পুলিস বাঁচাতে ছুটে আসেন। আগুন নিভিয়ে মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় বনজাক্ষীর মৃত্যু হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে বিতালকে গ্রেপ্তার করেছে পুলিস। বেঙ্গালুরুর পুলিস অফিসার নারায়ণ এম বলেন, পারিবারিক ঝগড়া থেকে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)