কমিশন ও দলগুলির মধ্যে আস্থার ঘাটতি দুর্ভাগ্যজনক, মন্তব্য সুপ্রিম কোর্টের
বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নাম তুলতে চাওয়া নাগরিকদের সহায়তা করতে প্যারা লিগ্যাল ভলান্টিয়াদের সক্রিয় করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে সোমবার ছিল শুনানি। মূল মামলার শুনানি আগামী ৮ সেপ্টেম্বর। তার আগে বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে (এসআইআর) খসড়া তালিকায় বাদ পড়া নাগরিকদের নাম তোলার জন্য অতিরিক্ত সময় বাড়ানোর আবেদন করে ছিল মামলা। ১ সেপ্টেম্বর ছিল খসড়া তালিকা শুদ্ধকরণের শেষদিন। যদিও সুপ্রিম কোর্ট সেই সময়সীমা বৃদ্ধির আবেদন গ্রাহ্য করেনি। তবে এসআইআর পর্বে বিহারে রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের মধ্যে যে আস্থার ঘাটতি রয়েছে, তা ‘দুর্ভাগ্যজনক’ বলেই মন্তব্য করল শীর্ষ আদালত।
নির্বাচন কমিশনের বিধি মোতাবেক, নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন পর্যন্ত ভোটারদের নাম তোলা বা বাদ দেওয়ার আবেদন চলতেই পারে। এদিন শুনানিতে সেটিই উল্লেখ করেন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী। সেই মতো সুপ্রিম কোর্টও জানিয়ে দেয়, মূল প্রক্রিয়া বন্ধ হলেও উৎসাহী ভোটাররা ১ সেপ্টেম্বরের পরেও আবেদন করতে পারবেন। এ ব্যাপারে বিহারের লিগ্যাল সার্ভিস অথরিটির চেয়ারম্যানকে সুপ্রিম কোর্টের নির্দেশ, আবেদনপত্র ভরা এবং জমা দেওয়ার কাজে নাগরিক এবং রাজনৈতিক দলকে সহযোগিতা করতে প্যারা লিগ্যাল ভলেন্টিয়ারদের সক্রিয় করুন। মামলায় রাজনৈতিক দলগুলির বক্তব্যও জানতে চেয়ে সুপ্রিম কোর্ট বলেছে, আগামী সোমবার ৮ সেপ্টেম্বর এসআইআরের মূল মামলার শুনানি রয়েছে। তখন এটিও বিস্তারিত শুনানি হবে।