রাত ১২টা থেকে ভোর পর্যন্ত প্রতি ঘণ্টায় মণ্ডপের ছবি, সূচনা হল ৮ পুলিস বাইকের
বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা বারুইপুর: উৎসবের রাতে নিরাপত্তা ও নজরদারির জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে ডায়মন্ডহারবার মহকুমার পুলিস প্রশাসন। তারা ঠিক করেছে, পুজোর সময়ে রাত ১২টা থেকে ভোর ছ’টা পর্যন্ত প্রতি ঘণ্টায় পুলিসকর্মীরা মণ্ডপগুলির ছবি তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। এজন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে। সমস্ত ছবি সেখানেই পোস্ট করবেন পুলিসকর্মীরা। রাতে পরিস্থিতি কেমন থাকছে, সেটা প্রতি মুহূর্তে জানতেই এই বিশেষ উদ্যোগ। ডায়মন্ডহারবার, ফলতা, মগরাহাট, উস্তি সহ বেশ কিছু থানাকে এ বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর। পুলিস আধিকারিকদের বক্তব্য, একবার পরিদর্শন করে ছবি পাঠালেই হবে না। অফিসাররা যে রাতের বেলায় টহল দিচ্ছেন, সেটাও স্পষ্ট হয়ে যাবে। ছবি দেখে যদি মনে হয় কোথাও কোনও সমস্যা হচ্ছে, সেই মতো পুলিসকর্তারা সেখানে পৌঁছে যাবেন।
এদিকে, সোমবার পুলিস দিবসে বিশেষ উদ্যোগ নিল বারুইপুর পুলিস জেলা। পুজোয় কোনও সমস্যা হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে ৮টি বাইকের সূচনা করলেন পুলিস সুপার পলাশচন্দ্র ঢালি। এদিনের অনুষ্ঠানে ছিলেন দুই অতিরিক্ত পুলিস সুপার। পুলিস জেলার ট্রাফিক ইউনিট ও উইনার্স টিম এই বাইক ব্যবহার করবে। এই বাইকগুলি বারুইপুরের দু’টি ও সোনারপুর এবং নরেন্দ্রপুর ট্রাফিক গার্ডকে দেওয়া হচ্ছে। বাইকগুলিতে হুটার আছে, যা বাজিয়ে দ্রুত যাওয়া যাবে। বাইকচালক পুলিসকর্মীদের সঙ্গে থাকবে ওয়াকি টকি। এর মাধ্যমে দ্রুত পুলিস জেলার কন্ট্রোল রুম ও থানার সঙ্গে যোগাযোগও করা যাবে।